রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণ ক্রিকেট খেলছে পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বাবর আজমের দল। শুধু টি-টোয়েন্টি নয়, অন্য দুই সংস্করণেও ধারাবাহিকভাবে ভালো খেলছে পাকিস্তান। রমিজও দায়িত্ব নেওয়ার পর ৫ মাসের বেশি সময় পার করেছেন। কিন্তু তাঁর সরাসরি পিসিবি চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
রমিজের সঙ্গে হাফিজের ব্যক্তিগত সম্পর্ক মোটেও মধুর নয়। পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে তিনি একাধিকবার সরাসরি হাফিজকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে বোর্ড চেয়ারম্যান হওয়ার পর অবশ্য হাফিজের বিরুদ্ধে রমিজকে আগ্রাসী কথাবার্তা বলতে শোনা যায়নি।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাফিজ। অবসরের পরেই পিসিবির দিকে আঙুল তুললেন সাবেক এই পাকিস্তান অলরাউন্ডার। তাঁর দাবি, ‘যেভাবে পিসিবি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, প্রক্রিয়াটা সঠিক নয়। নির্বাচনের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যান বেছে নেওয়া উচিত।’ এ প্রসঙ্গে হাফিজ আরও বলেন, ‘বর্তমান প্রক্রিয়াটা সঠিক নয়। এখন পিসিবি চেয়ারম্যান রাজনৈতিকভাবে ক্ষমতায় আসেন। যিনি রাজনৈতিকভাবে পিসিবি চেয়ারম্যান হন, তিনি আর যাই হোক ক্রিকেটই বোঝেন না।’
হাফিজের ইঙ্গিত অবশ্য পরিস্কার। তাঁর মতে, প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তিকে চেয়ারম্যান নিযুক্ত করার পরিবর্তে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নিয়োগ হওয়া উচিত।
রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণ ক্রিকেট খেলছে পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বাবর আজমের দল। শুধু টি-টোয়েন্টি নয়, অন্য দুই সংস্করণেও ধারাবাহিকভাবে ভালো খেলছে পাকিস্তান। রমিজও দায়িত্ব নেওয়ার পর ৫ মাসের বেশি সময় পার করেছেন। কিন্তু তাঁর সরাসরি পিসিবি চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
রমিজের সঙ্গে হাফিজের ব্যক্তিগত সম্পর্ক মোটেও মধুর নয়। পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে তিনি একাধিকবার সরাসরি হাফিজকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে বোর্ড চেয়ারম্যান হওয়ার পর অবশ্য হাফিজের বিরুদ্ধে রমিজকে আগ্রাসী কথাবার্তা বলতে শোনা যায়নি।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাফিজ। অবসরের পরেই পিসিবির দিকে আঙুল তুললেন সাবেক এই পাকিস্তান অলরাউন্ডার। তাঁর দাবি, ‘যেভাবে পিসিবি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, প্রক্রিয়াটা সঠিক নয়। নির্বাচনের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যান বেছে নেওয়া উচিত।’ এ প্রসঙ্গে হাফিজ আরও বলেন, ‘বর্তমান প্রক্রিয়াটা সঠিক নয়। এখন পিসিবি চেয়ারম্যান রাজনৈতিকভাবে ক্ষমতায় আসেন। যিনি রাজনৈতিকভাবে পিসিবি চেয়ারম্যান হন, তিনি আর যাই হোক ক্রিকেটই বোঝেন না।’
হাফিজের ইঙ্গিত অবশ্য পরিস্কার। তাঁর মতে, প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তিকে চেয়ারম্যান নিযুক্ত করার পরিবর্তে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নিয়োগ হওয়া উচিত।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৬ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১২ ঘণ্টা আগে