Ajker Patrika

ল্যাপটপ খুলে এক যুগের কীর্তি স্মরণ করিয়ে দিলেন কোহলি

ল্যাপটপ খুলে এক যুগের কীর্তি স্মরণ করিয়ে দিলেন কোহলি

দীর্ঘদিন ধরেই ফর্ম ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিজেকে চাপমুক্তও রেখেছেন। কিন্তু তবুও ছন্দ ফিরতে পারছেন না তিনি। এবার আত্মবিশ্বাসী হতে ল্যাপটপে টেস্ট ক্যারিয়ারের অতীত স্মৃতি খুঁজলেন ভারতীয় এ ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ারও করেছেন কোহলি।

আজকের দিনেই লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল কোহলির। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের বছরে। বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল ওয়েস্ট উইন্ডিজ সফরে গিয়েছিল। ২০১১ সালের ২০ জুন সাবাইনা পার্কে ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমেছিলেন কোহলি। আজ টেস্ট ক্রিকেটে ১১ বছরে পা রাখলেন সাবেক ভারতীয় অধিনায়ক। কোহলি বিশেষ দিনকে স্মরণীয় করে রাখলেন টুইটারে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটি শেয়ার করেন ল্যাপটপের টেস্ট ফোল্ডার থেকে। সেখানে তাঁর কীর্তি গড়ার ছবিগুলো দেখা যায়।

কোহলি অবশ্য টেস্ট ক্যারিয়ারের শুরুর দিকের খুব একটা আলো ছড়াতে পারেননি। সময় গড়ার সঙ্গে সঙ্গে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০১টি টেস্ট খেলেছেন কোহলি। যেখানে তিনি ৪৯.৯৫ গড়ে করেছেন ৮০৪৩ রান। ক্রিকেটর কুলীন এ সংস্করণে ২৭ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২৮ ফিফটি। আছে ৭টি ডাবল সেঞ্চুরিও।

শুরুর সময়ের মতো বর্তমান সময়টাও ভালো যাচ্ছে না কোহলির। গত সাড়ে তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিহীন। তাই হয়তো ল্যাপটপে বিশেষ দিনে অতীতকে স্মরণ করলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত