Ajker Patrika

ভারত-ইংল্যান্ড সেমিতে বৃষ্টি বাগড়া দিলে কী হবে

আপডেট : ২৭ জুন ২০২৪, ১৫: ৪১
ভারত-ইংল্যান্ড সেমিতে বৃষ্টি বাগড়া দিলে কী হবে

প্রথম সেমিফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য নেই। অদ্ভুত শোনালেও এটাই সত্যি। দুই সেমিফাইনালের জন্য ভিন্ন দুই ব্যবস্থা রাখার কোনো ব্যাখ্যা দেয়নি আইসিসি।

ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি বাগড়া দিলে চেষ্টা করা হবে ওভার কমিয়ে হলেও ম্যাচ শেষ করার। সেমিফাইনাল ও ফাইনালের জন্য নিয়ম অনুযায়ী কমপক্ষে ১০ ওভার করে ম্যাচ খেলতে হবে। তাতেও ম্যাচ শেষ করা না গেলে রিজার্ভ ডেতে ১৯০ মিনিট বাড়তি সময় থাকছে। আর ম্যাচ যদি মাঠে না গড়ায়, তবে সুপার এইট পর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল পৌঁছে যাবে ফাইনালে।

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে নেই রিজার্ভ ডে। তাই ম্যাচের ফল বের করতে নির্ধারিত সময়ের বাইরে ২৫০ মিনিট বাড়তি সময় রাখা হয়েছে। বাড়তি সময়েও ম্যাচ শেষ না করা গেলে সুপার এইটে পর্বে এগিয়ে থাকায় ভারত চলে যাবে ফাইনালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত