আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটিয়ে দিলেও পাকিস্তানের একাদশে সৌদ শাকিল যেন ‘অমাবশ্যার চাঁদ’। তিন সংস্করণ মিলে এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলা হয়নি ১৫ ম্যাচও। সেই শাকিলই গতকাল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন। পাকিস্তানের বাঁহাতি ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ অনেক তারকা ক্রিকেটার।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শাকিল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৫৩ বলে ৭৫ রান করেছেন তিনি। পাকিস্তানের বাঁহাতি ব্যাটার এই ফর্মটা গতকাল টেনে এনেছেন হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে। ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাবলীল ব্যাটিং করেছেন তিনি। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় করেছেন ৬৮ রান। গতকাল ম্যাচ চলার সময়ই শাকিলের ব্যাটিং দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার প্রসঙ্গক্রমে রাচীন রবীন্দ্রর কথা উল্লেখ করেছেন, যেখানে গত পরশু বিশ্বকাপের প্রথম ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেছেন রবীন্দ্র। পাঠানের টুইট, ‘অনুশীলন ম্যাচের ফর্মটা রাচীন রবীন্দ্র গতকাল (বৃহস্পতিবার) টেনে এনেছে। আজ (গতকাল) সেটা করছে সৌদ শাকিল। মিডল অর্ডারে ভালো এক বাঁহাতি ব্যাটার পেয়েছে পাকিস্তান।’
তা ছাড়া শাকিল গতকাল যখন ব্যাটিং করতে এসেছেন, প্রথম ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৩৮ রান। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তিনি। রিজওয়ান, শাকিল দুজনেই সমান ৬৮ রান করলেও ম্যাচ-সেরার পুরস্কার জেতেন শাকিল। বাবর আজমের কণ্ঠেও ঝরেছে শাকিলকে নিয়ে প্রশংসা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘আমরা তিন উইকেট হারিয়েছি। রিজওয়ান, শাকিল যেভাবে ব্যাটিং করেছে, তাতে নেদারল্যান্ডসের ওপর চাপ প্রয়োগ করা সম্ভব হয়েছে। সৌদ অসাধারণ ইনিংস খেলেছে। সে অনেক উন্নতি করেছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটিয়ে দিলেও পাকিস্তানের একাদশে সৌদ শাকিল যেন ‘অমাবশ্যার চাঁদ’। তিন সংস্করণ মিলে এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলা হয়নি ১৫ ম্যাচও। সেই শাকিলই গতকাল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন। পাকিস্তানের বাঁহাতি ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ অনেক তারকা ক্রিকেটার।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শাকিল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৫৩ বলে ৭৫ রান করেছেন তিনি। পাকিস্তানের বাঁহাতি ব্যাটার এই ফর্মটা গতকাল টেনে এনেছেন হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে। ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাবলীল ব্যাটিং করেছেন তিনি। ৫২ বলে ৯ চার ও ১ ছক্কায় করেছেন ৬৮ রান। গতকাল ম্যাচ চলার সময়ই শাকিলের ব্যাটিং দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডার প্রসঙ্গক্রমে রাচীন রবীন্দ্রর কথা উল্লেখ করেছেন, যেখানে গত পরশু বিশ্বকাপের প্রথম ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেছেন রবীন্দ্র। পাঠানের টুইট, ‘অনুশীলন ম্যাচের ফর্মটা রাচীন রবীন্দ্র গতকাল (বৃহস্পতিবার) টেনে এনেছে। আজ (গতকাল) সেটা করছে সৌদ শাকিল। মিডল অর্ডারে ভালো এক বাঁহাতি ব্যাটার পেয়েছে পাকিস্তান।’
তা ছাড়া শাকিল গতকাল যখন ব্যাটিং করতে এসেছেন, প্রথম ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৩৮ রান। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তিনি। রিজওয়ান, শাকিল দুজনেই সমান ৬৮ রান করলেও ম্যাচ-সেরার পুরস্কার জেতেন শাকিল। বাবর আজমের কণ্ঠেও ঝরেছে শাকিলকে নিয়ে প্রশংসা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘আমরা তিন উইকেট হারিয়েছি। রিজওয়ান, শাকিল যেভাবে ব্যাটিং করেছে, তাতে নেদারল্যান্ডসের ওপর চাপ প্রয়োগ করা সম্ভব হয়েছে। সৌদ অসাধারণ ইনিংস খেলেছে। সে অনেক উন্নতি করেছে।’
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
১ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৭ ঘণ্টা আগে