আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই ব্রাত্য শোয়েব মালিক। কবে ফিরতে পারেন, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ৪২ বছর বয়সী অলরাউন্ডার যেন পাকিস্তানের জার্সিতে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন।
পাকিস্তানের জার্সিতে মালিক সবশেষ খেলেছেন ২০২১ এর নভেম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর আর পরা হয়নি পাকিস্তানের জার্সি। স্থানীয় এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় মালিককে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘বছরের পর বছর ধরে খেলতে পেরে খুশি। পাকিস্তানের হয়ে আর খেলার কোনো আগ্রহ নেই।’
আইপিএল বাদে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পরিচিত মুখ মালিক। এ বছর বিপিএল, পিএসএল—দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাটা উপভোগ করছেন ৪২ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার, ‘আমি এরই মধ্যে দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছি। লিগ ক্রিকেট খেলে সময়টা উপভোগ করছি। সুযোগ পেলে সেটা লুফে নেওয়ার চেষ্টা করব।’
১৯৯৯ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত ২২ বছর পাকিস্তানের জার্সিতে খেলেছেন মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৬ ম্যাচ খেলে ৩৩.৯০ গড়ে করেছেন ১১৮৬৭ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৬১ ফিফটি। আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন ঠিকই। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে এখনো বিদায় বলেননি তিনি। পাকিস্তানের জার্সিতে আর টি-টোয়েন্টিতে খেলবেন কি না, সেই প্রশ্নের উত্তরে তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি তো আগেই বলেছি যে কোনো আগ্রহ নেই আমার (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা)। সব ধরনের ক্রিকেট থেকে একেবারে অবসরের ঘোষণা দেব।’
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ক্রিস গেইলের। বিপিএল, আইপিএল, পিএসএলসহ বিশ্বজুড়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর পদচারণা রয়েছে। গেইল, মালিক—স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁরা দুজনই ১৩ হাজার রানের গন্ডি পেরিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৫৪২ ম্যাচ খেলে মালিক করেছেন ১৩৩৬০ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই ব্রাত্য শোয়েব মালিক। কবে ফিরতে পারেন, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ৪২ বছর বয়সী অলরাউন্ডার যেন পাকিস্তানের জার্সিতে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন।
পাকিস্তানের জার্সিতে মালিক সবশেষ খেলেছেন ২০২১ এর নভেম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর আর পরা হয়নি পাকিস্তানের জার্সি। স্থানীয় এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় মালিককে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘বছরের পর বছর ধরে খেলতে পেরে খুশি। পাকিস্তানের হয়ে আর খেলার কোনো আগ্রহ নেই।’
আইপিএল বাদে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পরিচিত মুখ মালিক। এ বছর বিপিএল, পিএসএল—দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাটা উপভোগ করছেন ৪২ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার, ‘আমি এরই মধ্যে দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছি। লিগ ক্রিকেট খেলে সময়টা উপভোগ করছি। সুযোগ পেলে সেটা লুফে নেওয়ার চেষ্টা করব।’
১৯৯৯ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত ২২ বছর পাকিস্তানের জার্সিতে খেলেছেন মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৬ ম্যাচ খেলে ৩৩.৯০ গড়ে করেছেন ১১৮৬৭ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৬১ ফিফটি। আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন ঠিকই। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে এখনো বিদায় বলেননি তিনি। পাকিস্তানের জার্সিতে আর টি-টোয়েন্টিতে খেলবেন কি না, সেই প্রশ্নের উত্তরে তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি তো আগেই বলেছি যে কোনো আগ্রহ নেই আমার (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা)। সব ধরনের ক্রিকেট থেকে একেবারে অবসরের ঘোষণা দেব।’
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ক্রিস গেইলের। বিপিএল, আইপিএল, পিএসএলসহ বিশ্বজুড়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর পদচারণা রয়েছে। গেইল, মালিক—স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁরা দুজনই ১৩ হাজার রানের গন্ডি পেরিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৫৪২ ম্যাচ খেলে মালিক করেছেন ১৩৩৬০ রান।
পেশাদার ক্রিকেটকে এখনো বিদায় বলেননি গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডেকে বিদায় বলেছেন। এবার তিনি একটি নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের কোচিং ক্যারিয়ারের কথা জানিয়েছে স্থানীয় এক গণমাধ্যম।
২৮ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাদ পড়েছেন নাঈম শেখ। ওয়ানডেতে ফিরেছেন সৌম্য সরকার।
১ ঘণ্টা আগেবিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন ও এএফএ।
২ ঘণ্টা আগেবয়স হয়ে গেছে ৩৬ বছর। এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলছেন। ওয়ানডে কত দিন খেলবেন, সেই ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বলা হচ্ছে এখানে বিরাট কোহলির কথা। যখন তাঁকে নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা, সেই মুহূর্তে তিনি বিলাসবহুল এক বাংলো উপহার দিলেন তাঁর ভাইকে।
২ ঘণ্টা আগে