Ajker Patrika

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনটা বাংলাদেশের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৯: ০০
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনটা বাংলাদেশের 

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন রাজত্ব করেছিল ভারত। তবে তৃতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ সেশনে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি বোলাররা। ৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। 

৪ উইকেটে ২২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা শুরু করেছিল ভারত। ৯৩ রানে ঋষভ পন্তকে ফিরিয়ে গলার কাঁটা হয়ে ওঠা পঞ্চম উইকেট জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দেন পন্ত। আর তাতে শ্রেয়াস আইয়ারের সঙ্গে তাঁর ১৫৯ রানের ইনিংসের ইতি ঘটে। 

এরপর দ্রুতই অক্ষর প্যাটেল ও আইয়ারকে ফেরান সাকিব আল হাসান। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন অক্ষর। সেঞ্চুরির পথে থাকা আইয়ারকে ফেরান এলবিডব্লিউর ফাঁদে ফেলে। ১০ চার ও ২ ছক্কায় ১০৫ বলে ৮৭ রান করেন আইয়ার। 

ভারত শেষ ৩ উইকেট হারায় ৪৩ রানে। ১২ রানে সাকিবের বলে এলবিডব্লিউর শিকার হন রবিচন্দ্রন অশ্বিন। উমেশ যাদবকে ১৪ রানে লিটন দাসের ক্যাচ বানিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন তাইজুল ইসলাম। মোহাম্মদ সিরাজ স্ট্যাম্পিংয়ের শিকার হন সাকিবের বলে। তাতে ৩১৪ রানে অলআউট হয় ভারত। 
 
৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ৬ ওভারে বিনা উইকেটে ৭ রানে দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। জাকির হাসান অপরাজিত আছেন ২ রান করে আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৫০ রান করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত