ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
তাইজুলের কল্যাণে প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩। চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুলের দুর্দান্ত ঘূর্ণির সামনে হোঁচট খায় তারা।
পরপর ৩ ওভারে তাইজুল ফেরান ডেভিড বেডিংহাম (৫০), টনি ডি জর্জি (১৭৭) ও কাইল ভেরেইনাকে (০)। তাইজুল উদ্যাপনের শুরুটা করেন বেডিংহামকে বোল্ড করে। ১১৬ রানে জর্জির সঙ্গে ভাঙে বেডিংহামের তৃতীয় উইকেট জুটি।
আগের দিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জি দেড় শ করে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন জর্জি। ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেছেন ১৭৭ রান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
তারপর ষষ্ঠ উইকেটে অবশ্য রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডার জুটি বড় করার চেষ্টা করছেন। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাঁকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
তাইজুলের কল্যাণে প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩। চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুলের দুর্দান্ত ঘূর্ণির সামনে হোঁচট খায় তারা।
পরপর ৩ ওভারে তাইজুল ফেরান ডেভিড বেডিংহাম (৫০), টনি ডি জর্জি (১৭৭) ও কাইল ভেরেইনাকে (০)। তাইজুল উদ্যাপনের শুরুটা করেন বেডিংহামকে বোল্ড করে। ১১৬ রানে জর্জির সঙ্গে ভাঙে বেডিংহামের তৃতীয় উইকেট জুটি।
আগের দিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জি দেড় শ করে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন জর্জি। ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেছেন ১৭৭ রান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
তারপর ষষ্ঠ উইকেটে অবশ্য রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডার জুটি বড় করার চেষ্টা করছেন। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাঁকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২।
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
১ সেকেন্ড আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩১ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে