ক্রীড়া ডেস্ক
দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ঘুরে শিখর ধাওয়ান তাঁবু গেড়েছেন পাঞ্জাবে। ৩৬ বছর বয়সী ওপেনার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসে।
পাঞ্জাবের টুর্নামেন্ট এখন পর্যন্ত অম্লমধুর (৪ ম্যাচে দুটি করে জয়-হার) কাটলেও ধাওয়ান আছেন দারুণ ছন্দে। প্রায় ৩২ গড়ে ১২৭ রান করেছেন তিনি।
অস্ট্রেলিয়ান প্রবাসী বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে ৯ বছরের সংসার ভাঙায় সম্প্রতি ধাওয়ানকে মনমরা দেখা গেছে। তবে মাঠের বাইরের দুঃসময় ভুলে আবারও হাসতে-হাসাতে শুরু করেছেন ‘গব্বর’খ্যাত তারকা।
কদিন আগেই যেমন পাঞ্জাবের টিম বাসে চড়ে হোটেলে ফেরার পথে তাঁর জীবনের মজার এক ঘটনা শুনিয়েছেন ধাওয়ান। দলের ইউটিউব চ্যানেলে কৌতুক অভিনেত্রী শশী ধীমানের ‘অকপট স্বীকারোক্তি’ নামের এক সাক্ষাৎকার পর্বে ভারতীয় ব্যাটার জানিয়েছেন, অনেক দিন আগে এক মেয়েকে তিনি প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন।
ওই দিনের ঘটনা নিয়ে ধাওয়ান বলেছেন, ‘আমি একটা বালিকাকে প্রেম প্রস্তাব দিলে সে “না” বলে দেয়। এটা হওয়ারই ছিল। কারণ, তখন আমার গায়ের রং অনুজ্জ্বল ছিল। তবু আমি তাকে বলেছিলাম, তুমি কোহিনূর হীরা ছেড়ে চলে যাচ্ছ।’
সাক্ষাৎকারে ধাওয়ান তাঁর পাঞ্জাব সতীর্থ জনি বেয়ারস্টোকে সংগীত শিল্পী হংসরাজ হান্সের সঙ্গে তুলনা করেছেন। তাঁর পাঁড় ভক্ত শংকরের কথাও বলেছেন, যিনি পুরো শরীরে ধাওয়ানের ট্যাটু আঁকিয়েছেন।
ভিডিওতে আরও দেখা যায়, টিম বাসে যাওয়ার সময় ধাওয়ানকে অনুসরণ করছেন ভক্তরা। সে সময় এক নারী তাঁকে উদ্দেশ্য করে হাত নাড়ছিলেন। ধাওয়ান তখন গান গাইতে শুরু করেন।
সাক্ষাৎকারে ধাওয়ান আরও বলেছেন, ‘আমার মতো দেখতে আরও চার-পাঁচজন ভক্ত রয়েছে। তারা সারা শরীরে আমার নাম লিখেছে। অনেকে আবার বিভিন্ন অঙ্গে আমার করা সেঞ্চুরির তারিখ লিখে রেখেছে। তাদের এই পাগলামি আমাকে ভালোবাসারই বহিঃপ্রকাশ।’
২০১২ সালে আগের স্বামীকে তালাক দিয়ে ধাওয়ানকে বিয়ে করেন বাঙালি বংশোদ্ভূত আয়েশা। ধাওয়ানের চেয়ে বয়সে ১০ বছরের বড় হওয়ায় বিয়েতে পরিবারের মত ছিল না। তা ছাড়া আয়েশার আগের সংসারে দুই কন্যাসন্তান ছিল।
সব মেনে নিয়েই ঘর বাঁধেন ধাওয়ান। ২০১৪ সালে তাঁদের কোলজুড়ে আসে ছেলে জোবাবর। তবে ধীরে ধীরে অবিশ্বাস জন্ম নেওয়ায় শুরু হয় দাম্পত্য কলহ। শেষমেশ ধাওয়ানকে তালাক দেন আয়েশা।
আইপিএল সম্পর্কিত পড়ুন:
দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ঘুরে শিখর ধাওয়ান তাঁবু গেড়েছেন পাঞ্জাবে। ৩৬ বছর বয়সী ওপেনার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসে।
পাঞ্জাবের টুর্নামেন্ট এখন পর্যন্ত অম্লমধুর (৪ ম্যাচে দুটি করে জয়-হার) কাটলেও ধাওয়ান আছেন দারুণ ছন্দে। প্রায় ৩২ গড়ে ১২৭ রান করেছেন তিনি।
অস্ট্রেলিয়ান প্রবাসী বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে ৯ বছরের সংসার ভাঙায় সম্প্রতি ধাওয়ানকে মনমরা দেখা গেছে। তবে মাঠের বাইরের দুঃসময় ভুলে আবারও হাসতে-হাসাতে শুরু করেছেন ‘গব্বর’খ্যাত তারকা।
কদিন আগেই যেমন পাঞ্জাবের টিম বাসে চড়ে হোটেলে ফেরার পথে তাঁর জীবনের মজার এক ঘটনা শুনিয়েছেন ধাওয়ান। দলের ইউটিউব চ্যানেলে কৌতুক অভিনেত্রী শশী ধীমানের ‘অকপট স্বীকারোক্তি’ নামের এক সাক্ষাৎকার পর্বে ভারতীয় ব্যাটার জানিয়েছেন, অনেক দিন আগে এক মেয়েকে তিনি প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন।
ওই দিনের ঘটনা নিয়ে ধাওয়ান বলেছেন, ‘আমি একটা বালিকাকে প্রেম প্রস্তাব দিলে সে “না” বলে দেয়। এটা হওয়ারই ছিল। কারণ, তখন আমার গায়ের রং অনুজ্জ্বল ছিল। তবু আমি তাকে বলেছিলাম, তুমি কোহিনূর হীরা ছেড়ে চলে যাচ্ছ।’
সাক্ষাৎকারে ধাওয়ান তাঁর পাঞ্জাব সতীর্থ জনি বেয়ারস্টোকে সংগীত শিল্পী হংসরাজ হান্সের সঙ্গে তুলনা করেছেন। তাঁর পাঁড় ভক্ত শংকরের কথাও বলেছেন, যিনি পুরো শরীরে ধাওয়ানের ট্যাটু আঁকিয়েছেন।
ভিডিওতে আরও দেখা যায়, টিম বাসে যাওয়ার সময় ধাওয়ানকে অনুসরণ করছেন ভক্তরা। সে সময় এক নারী তাঁকে উদ্দেশ্য করে হাত নাড়ছিলেন। ধাওয়ান তখন গান গাইতে শুরু করেন।
সাক্ষাৎকারে ধাওয়ান আরও বলেছেন, ‘আমার মতো দেখতে আরও চার-পাঁচজন ভক্ত রয়েছে। তারা সারা শরীরে আমার নাম লিখেছে। অনেকে আবার বিভিন্ন অঙ্গে আমার করা সেঞ্চুরির তারিখ লিখে রেখেছে। তাদের এই পাগলামি আমাকে ভালোবাসারই বহিঃপ্রকাশ।’
২০১২ সালে আগের স্বামীকে তালাক দিয়ে ধাওয়ানকে বিয়ে করেন বাঙালি বংশোদ্ভূত আয়েশা। ধাওয়ানের চেয়ে বয়সে ১০ বছরের বড় হওয়ায় বিয়েতে পরিবারের মত ছিল না। তা ছাড়া আয়েশার আগের সংসারে দুই কন্যাসন্তান ছিল।
সব মেনে নিয়েই ঘর বাঁধেন ধাওয়ান। ২০১৪ সালে তাঁদের কোলজুড়ে আসে ছেলে জোবাবর। তবে ধীরে ধীরে অবিশ্বাস জন্ম নেওয়ায় শুরু হয় দাম্পত্য কলহ। শেষমেশ ধাওয়ানকে তালাক দেন আয়েশা।
আইপিএল সম্পর্কিত পড়ুন:
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
২ মিনিট আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৫ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৬ ঘণ্টা আগে