Ajker Patrika

ভিসা না পাওয়া রানা লাল বলের অনুশীলনে

অনলাইন ডেস্ক
অনুশীলনে নাহিদ রানা। ছবি: ফেসবুক
অনুশীলনে নাহিদ রানা। ছবি: ফেসবুক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল। বাংলাদেশ দলের ১৫ সদস্যের মধ্যে ১৩ জন শারজায় প্রথম দিনের অনুশীলন করেছেন গতকাল। তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া নাহিদ রানাকে এই সমস্যায় পড়তে না হলে গতকালই শারজায় তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে অনুশীলনে দেখা যেত। ঢাকায় থেকে যাওয়ায় আজ সকালে মিরপুর ইনডোরে এই পেসারকে গত দুই টেস্ট সিরিজে খেলা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে লাল বলে অনুশীলন করতে দেখা গেছে।

ইনডোরে মাহমুদুল হাসান জয়, পেসার হাসান মাহমুদ, সাদমান ইসলাম ও মুমিনুল হকের সঙ্গে লাল বলের প্রস্তুতি নিতে দেখা যায় রানাকে। তবে নাসুম অনুপস্থিত ছিলেন অনুশীলনে। তাঁর ফোনে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এখনো নাহিদ ও নাসুমের সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয়নি। ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে তাঁদের ভিসার সর্বশেষ পরিস্থিতি জানতে চাওয়া হলে জানানো হয়, দুবাইগামী ফ্লাইটের টিকিট বুকিং করা আছে। তবে এখনো ভিসা পাননি তাঁরা। তবে আজ দিনে পেলে রাতের ফ্লাইটেই পাঠিয়ে দেওয়া হবে, সেভাবে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে দুই ক্রিকেটারকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত