Ajker Patrika

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-৩ ব্যবধানে সমতায় থাকায় শেষ ম্যাচটি দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণীতে। তাতে শেষ হাসি হাসল ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাবর আজমদের ৬৭ রানে হারিয়েছে মঈন আলীরা। সেই সঙ্গে ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ইংল্যান্ড। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড মালানের ৪৭ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে ৩ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় ইংলিশরা। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে। এ ছাড়া ইংল্যান্ডের হয়ে ২৯ বলে ৪৬* রান করেন হ্যারি ব্রুক। রান আউট হওয়া বেন ডাকেট করেন ৩০ রান। 

লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪২ রানে থামে পাকিস্তান। শুরুতেই দুই ওপেনার বাবর (৪) ও মোহাম্মদ রিজওয়ানকে (১) হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকেরা। সেই চাপ আর সামাল দিতে পারেনি পাকিস্তান। শান মাসুদের ৪৩ বলে ৫৬ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে। শেষদিকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। পাল্লা দিয়ে বাড়তে থাকা রানের ব্যবধান কমাতে দ্রুত ব্যাট চালাতে গিয়ে বিদায় নেন আসিফ আলী ও মোহাম্মদ নওয়াজরা। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন খুশদিল শাহ। 

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ক্রিস ওকস। ২ উইকেট শিকার করেছেন ডেভিড উইলি। ইংল্যান্ড সিরিজ জিতে নিল ৪-৩ ব্যবধানে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত