সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-৩ ব্যবধানে সমতায় থাকায় শেষ ম্যাচটি দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণীতে। তাতে শেষ হাসি হাসল ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাবর আজমদের ৬৭ রানে হারিয়েছে মঈন আলীরা। সেই সঙ্গে ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড মালানের ৪৭ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে ৩ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় ইংলিশরা। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে। এ ছাড়া ইংল্যান্ডের হয়ে ২৯ বলে ৪৬* রান করেন হ্যারি ব্রুক। রান আউট হওয়া বেন ডাকেট করেন ৩০ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪২ রানে থামে পাকিস্তান। শুরুতেই দুই ওপেনার বাবর (৪) ও মোহাম্মদ রিজওয়ানকে (১) হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকেরা। সেই চাপ আর সামাল দিতে পারেনি পাকিস্তান। শান মাসুদের ৪৩ বলে ৫৬ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে। শেষদিকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। পাল্লা দিয়ে বাড়তে থাকা রানের ব্যবধান কমাতে দ্রুত ব্যাট চালাতে গিয়ে বিদায় নেন আসিফ আলী ও মোহাম্মদ নওয়াজরা। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন খুশদিল শাহ।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ক্রিস ওকস। ২ উইকেট শিকার করেছেন ডেভিড উইলি। ইংল্যান্ড সিরিজ জিতে নিল ৪-৩ ব্যবধানে।
সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-৩ ব্যবধানে সমতায় থাকায় শেষ ম্যাচটি দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণীতে। তাতে শেষ হাসি হাসল ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাবর আজমদের ৬৭ রানে হারিয়েছে মঈন আলীরা। সেই সঙ্গে ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড মালানের ৪৭ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে ৩ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় ইংলিশরা। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে। এ ছাড়া ইংল্যান্ডের হয়ে ২৯ বলে ৪৬* রান করেন হ্যারি ব্রুক। রান আউট হওয়া বেন ডাকেট করেন ৩০ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪২ রানে থামে পাকিস্তান। শুরুতেই দুই ওপেনার বাবর (৪) ও মোহাম্মদ রিজওয়ানকে (১) হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকেরা। সেই চাপ আর সামাল দিতে পারেনি পাকিস্তান। শান মাসুদের ৪৩ বলে ৫৬ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে। শেষদিকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। পাল্লা দিয়ে বাড়তে থাকা রানের ব্যবধান কমাতে দ্রুত ব্যাট চালাতে গিয়ে বিদায় নেন আসিফ আলী ও মোহাম্মদ নওয়াজরা। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন খুশদিল শাহ।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ক্রিস ওকস। ২ উইকেট শিকার করেছেন ডেভিড উইলি। ইংল্যান্ড সিরিজ জিতে নিল ৪-৩ ব্যবধানে।
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে