ওমানের পেসার কলিমউল্লাহর বলকে যেভাবে মারতে চেয়েছিলেন, সেভাবে পারেননি ডেভিড ওয়ার্নার। শক্তি প্রয়োগ করে লং অন দিয়ে বলকে মাঠের বাইরে আছড়ে ফেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে বলে একটু বাউন্স হওয়ায় টাইমিংয়ের গড়বড়ে শোয়েব খানের হাতে তালুবন্দী হন তিনি।
এতে ওয়ার্নারের ৫৬ রানের ইনিংসটিতে দাঁড়ি পড়ে যায়। মনমতো বলটি মারতে না পারায় তাই হয়তো একটু বেশিই হতাশ ছিলেন অভিজ্ঞ এই ওপেনার। তা না হলে এমন ভুল করার কথা ছিল না তাঁর। আউট হওয়ার পর নিজেদের ড্রেসিংরুমের পথ না ধরে হাঁটা শুরু করেন ওমানের ড্রেসিংরুমের দিকে।
আজ বার্বাডোজে এমন দৃশ্যেরই জন্ম দিয়েছেন ওয়ার্নার। শুধু ওমানের ড্রেসিংরুমের দিকেই হাঁটা শুরু করেননি তিনি, সিঁড়ি বেয়ে প্রায় ওমানের সাজঘরেই পৌঁছে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। পরে কেউ একজন অজি ব্যাটারের সংবিৎ ফেরালে তখন নিজেদের ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন তিনি। সাময়িক ‘ব্রেন ফেডের’ কারণেই এমন ভুল করে বসেছিলেন ওয়ার্নার। ড্রেসিংরুমের পথ ভুলে গেলেও ব্যাটিংয়ে ঠিকই সঠিক পথে ছিলেন ওয়ার্নার। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া দল বিপদে, তখন অ্যাঙ্করের ভূমিকা পালন করেন ওয়ার্নার। এতে ১০৯.৮ স্ট্রাইকরেটে ওয়ানডে স্টাইলে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে এই ইনিংস খেলার পথেই একটা রেকর্ড গড়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৫৫ রানের মালিক এখন ওয়ার্নার। যাঁকে পেছনে ফেলেছেন, সেই অ্যারন ফিঞ্চ আজ বার্বাডোজের ধারাভাষ্যকক্ষে বসে নিজের রেকর্ড ভাঙতে দেখেছেন। বাঁহাতি ওপেনার যখন তাঁর ৩১২০ রানের রেকর্ড ভেঙে দেন, তখন সম্প্রচার ক্যামেরায় ধরা পড়েন ফিঞ্চ।
জায়ান্ট স্ক্রিনে এ সময় ওয়ার্নার তাকালে দুজনে দূর থেকে সৌহার্দ্য বিনিময়ও করেন। হাতে তালি এবং থাম্ব দেখিয়ে একসময়কার সতীর্থকে অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। আর রেকর্ডের পরিসংখ্যানটা যে এখানেই থামছে না, সেটা বললেও চলে। বিশ্বকাপ শেষে ব্যাট-প্যাড তুলে রাখার সময় রানের সংখ্যাটা কত হবে সেটাই এখন দেখার বিষয়।
ওমানের পেসার কলিমউল্লাহর বলকে যেভাবে মারতে চেয়েছিলেন, সেভাবে পারেননি ডেভিড ওয়ার্নার। শক্তি প্রয়োগ করে লং অন দিয়ে বলকে মাঠের বাইরে আছড়ে ফেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে বলে একটু বাউন্স হওয়ায় টাইমিংয়ের গড়বড়ে শোয়েব খানের হাতে তালুবন্দী হন তিনি।
এতে ওয়ার্নারের ৫৬ রানের ইনিংসটিতে দাঁড়ি পড়ে যায়। মনমতো বলটি মারতে না পারায় তাই হয়তো একটু বেশিই হতাশ ছিলেন অভিজ্ঞ এই ওপেনার। তা না হলে এমন ভুল করার কথা ছিল না তাঁর। আউট হওয়ার পর নিজেদের ড্রেসিংরুমের পথ না ধরে হাঁটা শুরু করেন ওমানের ড্রেসিংরুমের দিকে।
আজ বার্বাডোজে এমন দৃশ্যেরই জন্ম দিয়েছেন ওয়ার্নার। শুধু ওমানের ড্রেসিংরুমের দিকেই হাঁটা শুরু করেননি তিনি, সিঁড়ি বেয়ে প্রায় ওমানের সাজঘরেই পৌঁছে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। পরে কেউ একজন অজি ব্যাটারের সংবিৎ ফেরালে তখন নিজেদের ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন তিনি। সাময়িক ‘ব্রেন ফেডের’ কারণেই এমন ভুল করে বসেছিলেন ওয়ার্নার। ড্রেসিংরুমের পথ ভুলে গেলেও ব্যাটিংয়ে ঠিকই সঠিক পথে ছিলেন ওয়ার্নার। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া দল বিপদে, তখন অ্যাঙ্করের ভূমিকা পালন করেন ওয়ার্নার। এতে ১০৯.৮ স্ট্রাইকরেটে ওয়ানডে স্টাইলে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে এই ইনিংস খেলার পথেই একটা রেকর্ড গড়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৫৫ রানের মালিক এখন ওয়ার্নার। যাঁকে পেছনে ফেলেছেন, সেই অ্যারন ফিঞ্চ আজ বার্বাডোজের ধারাভাষ্যকক্ষে বসে নিজের রেকর্ড ভাঙতে দেখেছেন। বাঁহাতি ওপেনার যখন তাঁর ৩১২০ রানের রেকর্ড ভেঙে দেন, তখন সম্প্রচার ক্যামেরায় ধরা পড়েন ফিঞ্চ।
জায়ান্ট স্ক্রিনে এ সময় ওয়ার্নার তাকালে দুজনে দূর থেকে সৌহার্দ্য বিনিময়ও করেন। হাতে তালি এবং থাম্ব দেখিয়ে একসময়কার সতীর্থকে অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। আর রেকর্ডের পরিসংখ্যানটা যে এখানেই থামছে না, সেটা বললেও চলে। বিশ্বকাপ শেষে ব্যাট-প্যাড তুলে রাখার সময় রানের সংখ্যাটা কত হবে সেটাই এখন দেখার বিষয়।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৩ ঘণ্টা আগে