Ajker Patrika

ভালো শুরুর পর বড় ‘ধাক্কা’ খেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩০
ভালো শুরুর পর বড় ‘ধাক্কা’ খেল বাংলাদেশ

প্রেমাদাসা স্টেডিয়ামে প্রায় গত তিন বছরে ওয়ানডে সংস্করণে ৩০০ রানের স্কোর আছে শুধু একটি। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটি করেছিল স্বাগতিক শ্রীলঙ্কাই। আজ এশিয়া কাপে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছেন লঙ্কানরা। ধীর গতির উইকেটে এই রান তাড়া বেশ সহজ হওয়ার কথা নয়। 

মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম অবশ্য দারুণ শুরু এনেই দিয়েছিলেন বাংলাদেশকে। তবে সেই ভালো আর বেশি দূর এগোল না। ১১ ওভারেই দুই ওপেনার তুলেছেন ৫৫ রান। এরপরই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দ্রুত ড্রেসিংরুমে ফিরলেন মিরাজ ও নাঈম। এরপর ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সাকিব আল হাসানও ব্যর্থ হয়ে ফিরলেন। 

১২ তম ওভারে প্রথম বলেই দাসুন শানাকা ড্রেসিংরুমে ফেরান মিরাজকে। শর্ট লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে টাইমিংটা ভালো হলো না, মিডউইকেটে বদলি ফিল্ডিংয়ে নামা দুশান হেমন্তের কোনো বেগ পেতে হয়নি সহজ ক্যাচটি নিতে। ২৯ বলে ২৮ রান আগে মিরাজের ব্যাট থেকে। 

১৪ তম ওভারে এসে নাঈমকেও ফেরালেন শানাকা। শর্ট লেংথের লাফিয়ে ওঠা বল নাঈম ছেড়ে দেবেন নাকি খেলবেন এই দ্বিধায়, ব্যাট সরিয়েও নিতে পারেননি, শেষ মুহূর্তে নামাতে গিয়ে ব্যাটে বল লেগে উপরে উঠে যায়। সহজ ক্যাচ নিলেন উইকেটকিপার কুশল মেন্ডিস। ৪৬ বলে ২১ রান আসে নাঈমের ব্যাট থেকে। ১৬ তম ওভারে মাথিশা পাতিরানার বল সাকিবের ব্যাটের কানায় লেগে মেন্ডিসের হাতে জমা পড়ে। ৩ রান করেন সাকিব। 

এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৫ ওভারে ২ উইকেটে ৭১ রান। লিটন দাস ১১ রান ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন। 

এর আগে ম্যাচের একটা বড় অংশ পর্যন্ত আঁটসাঁট বোলিং করা বাংলাদেশ শেষ ১০ ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। আর তাতে একটা সময় ২২০-২৩০ রানের ভেতর শ্রীলঙ্কাকে আটকে রাখা সম্ভব মনে হলেও, শেষ পর্যন্ত লঙ্কানরা থেমেছে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত