Ajker Patrika

ব্রাজিল বিশ্বকাপ জিতলে ১৫০ কোটি টাকার বেশি পাবেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক    
২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এএফপি
২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এএফপি

ব্রাজিলের কোচ হিসেবে কাজ কার্লো আনচেলত্তির এখনো শুরু হয়নি। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত রাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগের কথা জানিয়েছে। ইতালিয়ান কোচের সঙ্গে সিবিএফের চুক্তিটা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে মাসে ৪০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৫৫ লাখ টাকা। বছরে বেতন হবে ১০২ কোটি ৬০ লাখ টাকা। আর যে ১৪ মাসের চুক্তি হয়েছে আনচেলত্তির সঙ্গে, তাতে তাঁর অ্যাকাউন্টে যাবে ১১৯ কোটি ৭০ লাখ টাকা। বেতনের সঙ্গে আনচেলত্তির জন্য পারফরম্যান্স বোনাসও থাকছে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিতলে বোনাস হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো (৬৭ কোটি ৩৩ লাখ টাকা)। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল! ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতলে আনচেলত্তি ১৪ মাসেই পাচ্ছেন ১৮৭ কোটি টাকা।

ব্রাজিলে ১৪ মাসে কাড়ি কাড়ি টাকা উপার্জনের পাশাপাশি আরও সুবিধা আনচেলত্তি পাবেন বলে শোনা যাচ্ছে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তিনি রিও ডি জেনিরোয় চলে আসবেন। তাঁকে ব্রাজিলের এই শহরে থাকার জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। এমনকি বিদেশ ভ্রমণ করতে তাঁকে একটি প্রাইভেট জেটও দেওয়া হবে বলে জানা গেছে।

আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে সমঝোতার মাধ্যমেই এক বছর আগেই ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি। বার্নাব্যুর দলটির হয়ে দুই দফায় ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। দুবার একই মৌসুমে জিতেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। আর ২৫ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে শোনা যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর পেরু, ইকুয়েডর—বিশ্বকাপ বাছাইপর্বের এই দুই দলের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা তিনি করবেন বলে জানা যাচ্ছে। সূচি অনুযায়ী ৬ ও ১১ জুন পেরু-ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল।

১৪ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ৩ হারে ৩১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুই, তিন, চার ও পাঁচে থাকা ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ২৩, ২১, ২১ ও ২১। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হলে আনচেলত্তিকে পাড়ি দিতে হবে বহুদূরের পথ। ২০২২ ফুটবল বিশ্বকাপের পর কোনো কোচই দীর্ঘদিন টিকতে পারছেন না। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে ভরাডুবির পর ব্রাজিলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দরিভাল জুনিয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত