এবারের আইপিএলের সামনের বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে শিখর ধাওয়ানকে। কাঁধের চোটে পড়েছেন পাঞ্জাব কিংস অধিনায়ক। দুঃসংবাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালসও। চোটের কারণে দেশে ফিরতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে।
গতকাল মুল্লানপুরে চোটের কারণে এবারের আইপিএলে শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারেননি ধাওয়ান। ম্যাচটিতে হেরেছে তাঁর দল। ১ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে রাজস্থান। ৬ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাঞ্জাব।
ধাওয়ানকে ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনটাই জানিয়েছেন পাঞ্জাব কিংসের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান সঞ্জয় বাঙ্গার। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা শিখরকে (গতকাল রাতে) মিস করেছি। কারণ, সে কাঁধের চোটে পড়েছে। তাকে বেশ কয়েকটি ম্যাচে হয়তো পাব না। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে চিকিৎসার পর সে কেমন সাড়া দেয়। তবে এই মুহূর্তে মনে হচ্ছে তাকে ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে।’
সপ্তাহখানেক আগে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মার্শ, যার কারণে দিল্লির হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি অজি অলরাউন্ডার। ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস এবং ১২ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ছিলেন না তিনি। মার্শ সবশেষ ম্যাচ খেলেছেন ৩ এপ্রিল, বিশাখাপত্তনমে। ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০৬ রানে হারে দিল্লি। মার্শ সেই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।
জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন মার্শ। যার কারণে সতর্কতাবশত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁর আইপিএল দলের সঙ্গে পরামর্শ করে দেশে ফিরিয়ে নিচ্ছে। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইট। অবশ্য এখনো মার্শ এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।
এবারের আইপিএলের সামনের বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে শিখর ধাওয়ানকে। কাঁধের চোটে পড়েছেন পাঞ্জাব কিংস অধিনায়ক। দুঃসংবাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালসও। চোটের কারণে দেশে ফিরতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে।
গতকাল মুল্লানপুরে চোটের কারণে এবারের আইপিএলে শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারেননি ধাওয়ান। ম্যাচটিতে হেরেছে তাঁর দল। ১ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে রাজস্থান। ৬ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাঞ্জাব।
ধাওয়ানকে ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনটাই জানিয়েছেন পাঞ্জাব কিংসের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান সঞ্জয় বাঙ্গার। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা শিখরকে (গতকাল রাতে) মিস করেছি। কারণ, সে কাঁধের চোটে পড়েছে। তাকে বেশ কয়েকটি ম্যাচে হয়তো পাব না। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে চিকিৎসার পর সে কেমন সাড়া দেয়। তবে এই মুহূর্তে মনে হচ্ছে তাকে ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে।’
সপ্তাহখানেক আগে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মার্শ, যার কারণে দিল্লির হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি অজি অলরাউন্ডার। ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস এবং ১২ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ছিলেন না তিনি। মার্শ সবশেষ ম্যাচ খেলেছেন ৩ এপ্রিল, বিশাখাপত্তনমে। ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০৬ রানে হারে দিল্লি। মার্শ সেই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।
জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন মার্শ। যার কারণে সতর্কতাবশত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁর আইপিএল দলের সঙ্গে পরামর্শ করে দেশে ফিরিয়ে নিচ্ছে। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইট। অবশ্য এখনো মার্শ এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১০ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১২ ঘণ্টা আগে