Ajker Patrika

তামিমের ব্যর্থতার দিনেও দলের সহজ জয়, আবাহনী জয় ১৭১ রানের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিমের ব্যর্থতার দিনেও দলের সহজ জয়, আবাহনী জয় ১৭১ রানের 

২০২৪ বিপিএলে অধিনায়ক হয়ে তামিম ইকবাল শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। শিরোপা জয়ের ১০ দিনের মাথায় এবার তামিম খেলছেন ৫০ ওভারের ডিপিএল। তাঁর কাঁধে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বভার। অধিনায়ক তামিম ভালো না করলেও টুর্নামেন্টের প্রথম দিনেই হেসেখেলে জিতেছে দলটি। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৬ বলে ৩ চারে ১৭ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৬ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক। এই অল্প পুজি নিয়েই ৭১ রানের জয় পেয়েছেন তামিমরা। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল জিতেছে ৬ উইকেটে। 

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ২০০ ছুঁই ছুঁই হওয়াতে অবদান দলটির লেজের দিকে ব্যাটিংয়ের। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু করেন ৫৩ বলে ৪০ রান। শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখে। 

১৯৭ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শাইনপুকুর। ইনিংসের তৃতীয় বলে দলটির ওপেনার খালিদ হাসানকে বোল্ড করেন হাসান মাহমুদ। প্রথমেই উইকেট হারানোর ধাক্কা শাইনপুকুর খেয়েছে বারবার। একটা পর্যায়ে দলটির স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ৯২ রান। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে। প্রাইম ব্যাংকের ৭১ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ১৫ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অপু। ব্যাটিংয়ে ৪০ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৩১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত