নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ বিপিএলে অধিনায়ক হয়ে তামিম ইকবাল শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। শিরোপা জয়ের ১০ দিনের মাথায় এবার তামিম খেলছেন ৫০ ওভারের ডিপিএল। তাঁর কাঁধে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বভার। অধিনায়ক তামিম ভালো না করলেও টুর্নামেন্টের প্রথম দিনেই হেসেখেলে জিতেছে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৬ বলে ৩ চারে ১৭ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৬ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক। এই অল্প পুজি নিয়েই ৭১ রানের জয় পেয়েছেন তামিমরা। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল জিতেছে ৬ উইকেটে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ২০০ ছুঁই ছুঁই হওয়াতে অবদান দলটির লেজের দিকে ব্যাটিংয়ের। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু করেন ৫৩ বলে ৪০ রান। শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখে।
১৯৭ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শাইনপুকুর। ইনিংসের তৃতীয় বলে দলটির ওপেনার খালিদ হাসানকে বোল্ড করেন হাসান মাহমুদ। প্রথমেই উইকেট হারানোর ধাক্কা শাইনপুকুর খেয়েছে বারবার। একটা পর্যায়ে দলটির স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ৯২ রান। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে। প্রাইম ব্যাংকের ৭১ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ১৫ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অপু। ব্যাটিংয়ে ৪০ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৩১ রান।
২০২৪ বিপিএলে অধিনায়ক হয়ে তামিম ইকবাল শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। শিরোপা জয়ের ১০ দিনের মাথায় এবার তামিম খেলছেন ৫০ ওভারের ডিপিএল। তাঁর কাঁধে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বভার। অধিনায়ক তামিম ভালো না করলেও টুর্নামেন্টের প্রথম দিনেই হেসেখেলে জিতেছে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৬ বলে ৩ চারে ১৭ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৬ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক। এই অল্প পুজি নিয়েই ৭১ রানের জয় পেয়েছেন তামিমরা। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল জিতেছে ৬ উইকেটে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ২০০ ছুঁই ছুঁই হওয়াতে অবদান দলটির লেজের দিকে ব্যাটিংয়ের। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু করেন ৫৩ বলে ৪০ রান। শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখে।
১৯৭ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শাইনপুকুর। ইনিংসের তৃতীয় বলে দলটির ওপেনার খালিদ হাসানকে বোল্ড করেন হাসান মাহমুদ। প্রথমেই উইকেট হারানোর ধাক্কা শাইনপুকুর খেয়েছে বারবার। একটা পর্যায়ে দলটির স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ৯২ রান। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে। প্রাইম ব্যাংকের ৭১ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ১৫ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অপু। ব্যাটিংয়ে ৪০ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৩১ রান।
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
১৮ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে