নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ বিপিএলে অধিনায়ক হয়ে তামিম ইকবাল শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। শিরোপা জয়ের ১০ দিনের মাথায় এবার তামিম খেলছেন ৫০ ওভারের ডিপিএল। তাঁর কাঁধে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বভার। অধিনায়ক তামিম ভালো না করলেও টুর্নামেন্টের প্রথম দিনেই হেসেখেলে জিতেছে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৬ বলে ৩ চারে ১৭ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৬ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক। এই অল্প পুজি নিয়েই ৭১ রানের জয় পেয়েছেন তামিমরা। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল জিতেছে ৬ উইকেটে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ২০০ ছুঁই ছুঁই হওয়াতে অবদান দলটির লেজের দিকে ব্যাটিংয়ের। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু করেন ৫৩ বলে ৪০ রান। শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখে।
১৯৭ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শাইনপুকুর। ইনিংসের তৃতীয় বলে দলটির ওপেনার খালিদ হাসানকে বোল্ড করেন হাসান মাহমুদ। প্রথমেই উইকেট হারানোর ধাক্কা শাইনপুকুর খেয়েছে বারবার। একটা পর্যায়ে দলটির স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ৯২ রান। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে। প্রাইম ব্যাংকের ৭১ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ১৫ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অপু। ব্যাটিংয়ে ৪০ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৩১ রান।
২০২৪ বিপিএলে অধিনায়ক হয়ে তামিম ইকবাল শিরোপা জিতিয়েছেন ফরচুন বরিশালকে। শিরোপা জয়ের ১০ দিনের মাথায় এবার তামিম খেলছেন ৫০ ওভারের ডিপিএল। তাঁর কাঁধে এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্বভার। অধিনায়ক তামিম ভালো না করলেও টুর্নামেন্টের প্রথম দিনেই হেসেখেলে জিতেছে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৬ বলে ৩ চারে ১৭ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৬ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক। এই অল্প পুজি নিয়েই ৭১ রানের জয় পেয়েছেন তামিমরা। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল জিতেছে ৬ উইকেটে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোর ২০০ ছুঁই ছুঁই হওয়াতে অবদান দলটির লেজের দিকে ব্যাটিংয়ের। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে নাজমুল ইসলাম অপু করেন ৫৩ বলে ৪০ রান। শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখে।
১৯৭ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শাইনপুকুর। ইনিংসের তৃতীয় বলে দলটির ওপেনার খালিদ হাসানকে বোল্ড করেন হাসান মাহমুদ। প্রথমেই উইকেট হারানোর ধাক্কা শাইনপুকুর খেয়েছে বারবার। একটা পর্যায়ে দলটির স্কোর হয়ে যায় ৩১.৪ ওভারে ৯ উইকেটে ৯২ রান। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে। প্রাইম ব্যাংকের ৭১ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ১০ ওভারে ১৫ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অপু। ব্যাটিংয়ে ৪০ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৩১ রান।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৬ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৯ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৯ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১০ ঘণ্টা আগে