Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে লাফ চ্যাপম্যানের

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৬: ৪৬
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে লাফ চ্যাপম্যানের

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন মার্ক চ্যাপম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিও করেছেন তিনি। সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও মিলেছে পুরস্কার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ এগোলেন কিউই এই ব্যাটার। 
 
গত পরশু শেষ হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ১০৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন চ্যাপম্যান। এই বাঁহাতি ব্যাটারের ঝোড়ো সেঞ্চুরিতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করতে পারে কিউইরা। ২৯০ গড়ে সিরিজ সর্বোচ্চ ২৯০ রান করে হয়েছেন সিরিজসেরা। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন কিউই এই বাঁহাতি ব্যাটার। 
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ও তিনে আছেন রিজওয়ান ও বাবর। শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যবধান কমিয়েছেন রিজওয়ান। ১৩ পয়েন্ট বেড়ে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রেটিং এখন ৮১১। সর্বশেষ টি-টোয়েন্টিতে ৯৮ রান করে অপরাজিত ছিলেন পাকিস্তানি এই ওপেনার। শীর্ষে থাকা সূর্যকুমারের রেটিং ৯০৬। অন্যদিকে তিনে থাকা বাবর ১৩ পয়েন্ট খুইয়ে তাঁর রেটিং এখন ৭৫৬। 

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। এই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইমাদ ওয়াসিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত