কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে এক ম্যাচের জন্য নিয়েছে সাকিব আল হাসানকে। সুযোগ পেয়েই কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টন্টনে তাঁর ঘূর্ণিতে প্রতিপক্ষ সমারসেট চোখে রীতিমতো অন্ধকার দেখছে।
দুই ইনিংসেই সাকিব নিয়েছেন ৪টি করে উইকেট। তাঁর ৮ উইকেট নেওয়ার ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সারের। চার দিনের ম্যাচে গতকাল সমারসেট দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ম্যাচে আজ শেষ দিনে সমারসেট খেলতে নামবে ১৯০ রানের লিড নিয়ে। শেষ জুটিতে ব্যাটিং করছেন ক্রেগ ওভারটন ও টম ব্যান্টন। ওভারটন ও ব্যান্টন করেছেন ৪০ ও ২৮ রান। দ্বিতীয় ইনিংসে সারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জর্ডান ক্লার্ক। একটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, ড্যানিয়েল ওরাল ও টম কারান।
দ্বিতীয় ইনিংসে গতকালই বোলিংয়ের সুযোগ হয় সাকিবের। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শুরুটা করেন মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে। সাকিব এরপর অসাধারণ এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টম অ্যাবেলকে। সেই বিষাক্ত আর্মারে সাকিব এরপর নিয়েছেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরির উইকেট। গ্রেগরির উইকেটটাও এলবিডব্লিউ। দুইবারই সাকিব মুষ্টিবদ্ধ উদযাপন করেন মাটির দিকে হাত ছুড়ে। সাকিবের চতুর্থ শিকার সমারসেটের উইকেটরক্ষক জেমস রিউ। দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ২৫ ওভারে ৮৩ রানে ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
এর আগে ৯ সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসেট ৩১৭ রানে অলআউট হয়েছে। সাকিব ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। যেখানে ১২ রানে সমারসেটের হারানো শেষ ৪ উইকেটের তিনটাই সাকিবের। তবে ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। ২৪ বলে ১ চারে ১২ রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সারে তাদের প্রথম ইনিংসে ৩২১ রানে অলআউট হয়েছে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে এক ম্যাচের জন্য নিয়েছে সাকিব আল হাসানকে। সুযোগ পেয়েই কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টন্টনে তাঁর ঘূর্ণিতে প্রতিপক্ষ সমারসেট চোখে রীতিমতো অন্ধকার দেখছে।
দুই ইনিংসেই সাকিব নিয়েছেন ৪টি করে উইকেট। তাঁর ৮ উইকেট নেওয়ার ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সারের। চার দিনের ম্যাচে গতকাল সমারসেট দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ম্যাচে আজ শেষ দিনে সমারসেট খেলতে নামবে ১৯০ রানের লিড নিয়ে। শেষ জুটিতে ব্যাটিং করছেন ক্রেগ ওভারটন ও টম ব্যান্টন। ওভারটন ও ব্যান্টন করেছেন ৪০ ও ২৮ রান। দ্বিতীয় ইনিংসে সারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জর্ডান ক্লার্ক। একটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, ড্যানিয়েল ওরাল ও টম কারান।
দ্বিতীয় ইনিংসে গতকালই বোলিংয়ের সুযোগ হয় সাকিবের। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শুরুটা করেন মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে। সাকিব এরপর অসাধারণ এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টম অ্যাবেলকে। সেই বিষাক্ত আর্মারে সাকিব এরপর নিয়েছেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরির উইকেট। গ্রেগরির উইকেটটাও এলবিডব্লিউ। দুইবারই সাকিব মুষ্টিবদ্ধ উদযাপন করেন মাটির দিকে হাত ছুড়ে। সাকিবের চতুর্থ শিকার সমারসেটের উইকেটরক্ষক জেমস রিউ। দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ২৫ ওভারে ৮৩ রানে ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
এর আগে ৯ সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসেট ৩১৭ রানে অলআউট হয়েছে। সাকিব ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। যেখানে ১২ রানে সমারসেটের হারানো শেষ ৪ উইকেটের তিনটাই সাকিবের। তবে ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। ২৪ বলে ১ চারে ১২ রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সারে তাদের প্রথম ইনিংসে ৩২১ রানে অলআউট হয়েছে।
বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
১ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২ ঘণ্টা আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
৩ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৪ ঘণ্টা আগে