Ajker Patrika

বাংলাদেশের বন্যার্তদের জন্য কাঁদছেন পাকিস্তানের রিজওয়ান

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২: ০৫
বাংলাদেশের বন্যার্তদের জন্য কাঁদছেন পাকিস্তানের রিজওয়ান

ভয়াবহ বন্যা চলছে ফেনী, নোয়াখালী, চাঁদপুরসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায়। সামাজিক মাধ্যম খুললেই দেখা যাচ্ছে বন্যাদুর্গতদের অসহায়ত্ব। পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানেরও বাংলাদেশি বন্যার্তদের অসহায়ত্ব নজর এড়ায়নি।   

রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। সুদূর পাকিস্তানে বসে দেশের বন্যাদুর্গতদের নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাসরা। বাংলাদেশের বন্যার ঘটনা যে রিজওয়ান জানেন, সেটা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা গেছে। বন্যার্তদের নিয়ে লেখায় তাঁর (রিজওয়ান) চোখে পানি ছিল কি না, জানা নেই। তবে লেখাটা ছিল আবেগে পরিপূর্ণ। পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার লিখেছেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। আমার প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে রয়েছে।’

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের সাহায্য করতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। বন্যাদুর্গতদের অনুদান দেওয়ার অনুরোধ জানিয়ে রিজওয়ান লিখেছেন, ‘এমন কঠিন সময়ে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাঁদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে মুক্ত হস্তে অনুদান দিতে অনুরোধ করছি। আপনাদের পাশে থাকছি আমরাও।’

এখন পর্যন্ত বন্যায় ১৮ জনের মৃত্যুর খবর শোনা গেছে। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবি গতকাল সিদ্ধান্ত নিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ব্যাগ শুকনো খাবার ও ১ কোটি টাকা সহায়তা দেবে তারা। আর পুরো ত্রাণ কার্যক্রমে তারা সহায়তা নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। ৩ হাজার ব্যাগ শুকনো খাবার আজ সেনাবাহিনীর হাতে বিসিবির পৌঁছে দেওয়ার কথা। 

পাকিস্তান সফরে থাকা বাংলাদেশি ক্রিকেটাররাই শুধু নন, বন্যার্তদের নিয়ে পোস্ট করেছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, আকবর আলীরাও। তামিম ইকবাল ও রুবেল হোসেন বন্যাদুর্গতদের নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত