নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের সময় চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেই সিরিজ থেকেই শুরু করছেন তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজটা বাংলাদেশ দলের কাছে পেয়েছে বেশ গুরুত্ব। সেটি বিশ্বকাপের প্রস্তুতির কারণ হিসেবেই। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর তারা খেলবে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে।
কাল সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর হাথুরু ছক কষছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। গত বছর ওয়ানডে বিশ্বকাপে সমন্বয় খুঁজতে খুঁজতে ব্যাপক সময় ব্যয় করেছেন বাংলাদেশ কোচ। যার কোনো সুফল অন্তত দলের পারফরম্যান্সে দেখা যায়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হাথুরুর পরীক্ষাটা আরও কঠিন। বাংলাদেশ দল গ্রুপ পর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। আগামী ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল। দুটি মাঠেই খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের।
সেদিক থেকে অস্ট্রেলিয়ার যোগাযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের তথ্য পাওয়ার চেষ্টা করেছেন হাথুরু। বাংলাদেশ কোচ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উইকেট হবে অনেকটা অস্ট্রেলিয়ার মতো। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সঙ্গে একসময় কাজ করেছেন তিনি। সেখান থেকে কিছু তথ্য পেয়েছেন বলেও জানিয়েছেন হাথুরু। সব মিলিয়ে ভালো প্রস্তুতি নেওয়ার প্রত্যয় তাঁর।
আজ সিলেটে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘বিশ্বকাপে আমেরিকায় আমরা কেমন উইকেট পাব জানি না। তাই আমি ভালো উইকেটে খেলে প্রস্তুতি নিতে চাই। আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমেরিকায়। কেউ জানে না কেমন হবে, কারণ সেখানে তেমন খেলা হয়নি। আমি যতটা জানি অন্য জায়গা থেকে পিচ বানিয়ে নিয়ে ওখানে বসাবে। আশা করছি, অস্ট্রেলিয়ার পিচের মতো হবে। নিউ সাউথ ওয়েলসে দেখেছি ব্যাটাররা স্বাধীনতা নিয়ে খেলেছে। সেখান থেকে কিছুটা তথ্য পেয়েছি। আমরা আমাদের সেরা প্রস্তুতি নেব।’
গত বছর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট। যে টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার মালিকানাধীন দুটি দলও খেলেছে। এর মধ্যে একটি হাথুরুর সাবেক কর্মস্থল নিউ সাউথ ওয়েলসের দল ওয়াশিংটন ফ্রিডম। যার সুবাদে বিভিন্ন মাধ্যমে সেখান থেকে তথ্য-উপাত্ত নেওয়ার চেষ্টা করছেন তিনি।
শুধু যুক্তরাষ্ট্রে নয়, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। তাই হাথুরু সব মিলিয়ে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, ‘ডালাসে কেমন হতে পারে, তা নিয়ে কিছুটা প্রতিক্রিয়া পেয়েছি নিউ সাউথ ওয়েলস থেকে। কারণ, সেখানে তাদের দ্য ওয়াশিংটন ফ্রিডম দলটা মেজর লিগে খেলে। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, তখন ওদের মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। আমরা এসব অচেনা চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি যতটা সম্ভব। এরপর আমাদের ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টেও খেলা আছে। যতটা মনে পড়ে সেখানে আমরা টেস্ট খেলেছিলাম। আমরা যতটা সম্ভব প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।’
গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের সময় চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেই সিরিজ থেকেই শুরু করছেন তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজটা বাংলাদেশ দলের কাছে পেয়েছে বেশ গুরুত্ব। সেটি বিশ্বকাপের প্রস্তুতির কারণ হিসেবেই। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর তারা খেলবে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে।
কাল সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর হাথুরু ছক কষছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। গত বছর ওয়ানডে বিশ্বকাপে সমন্বয় খুঁজতে খুঁজতে ব্যাপক সময় ব্যয় করেছেন বাংলাদেশ কোচ। যার কোনো সুফল অন্তত দলের পারফরম্যান্সে দেখা যায়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হাথুরুর পরীক্ষাটা আরও কঠিন। বাংলাদেশ দল গ্রুপ পর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। আগামী ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল। দুটি মাঠেই খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের।
সেদিক থেকে অস্ট্রেলিয়ার যোগাযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের তথ্য পাওয়ার চেষ্টা করেছেন হাথুরু। বাংলাদেশ কোচ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উইকেট হবে অনেকটা অস্ট্রেলিয়ার মতো। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সঙ্গে একসময় কাজ করেছেন তিনি। সেখান থেকে কিছু তথ্য পেয়েছেন বলেও জানিয়েছেন হাথুরু। সব মিলিয়ে ভালো প্রস্তুতি নেওয়ার প্রত্যয় তাঁর।
আজ সিলেটে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘বিশ্বকাপে আমেরিকায় আমরা কেমন উইকেট পাব জানি না। তাই আমি ভালো উইকেটে খেলে প্রস্তুতি নিতে চাই। আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমেরিকায়। কেউ জানে না কেমন হবে, কারণ সেখানে তেমন খেলা হয়নি। আমি যতটা জানি অন্য জায়গা থেকে পিচ বানিয়ে নিয়ে ওখানে বসাবে। আশা করছি, অস্ট্রেলিয়ার পিচের মতো হবে। নিউ সাউথ ওয়েলসে দেখেছি ব্যাটাররা স্বাধীনতা নিয়ে খেলেছে। সেখান থেকে কিছুটা তথ্য পেয়েছি। আমরা আমাদের সেরা প্রস্তুতি নেব।’
গত বছর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট। যে টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার মালিকানাধীন দুটি দলও খেলেছে। এর মধ্যে একটি হাথুরুর সাবেক কর্মস্থল নিউ সাউথ ওয়েলসের দল ওয়াশিংটন ফ্রিডম। যার সুবাদে বিভিন্ন মাধ্যমে সেখান থেকে তথ্য-উপাত্ত নেওয়ার চেষ্টা করছেন তিনি।
শুধু যুক্তরাষ্ট্রে নয়, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। তাই হাথুরু সব মিলিয়ে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, ‘ডালাসে কেমন হতে পারে, তা নিয়ে কিছুটা প্রতিক্রিয়া পেয়েছি নিউ সাউথ ওয়েলস থেকে। কারণ, সেখানে তাদের দ্য ওয়াশিংটন ফ্রিডম দলটা মেজর লিগে খেলে। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, তখন ওদের মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। আমরা এসব অচেনা চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি যতটা সম্ভব। এরপর আমাদের ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টেও খেলা আছে। যতটা মনে পড়ে সেখানে আমরা টেস্ট খেলেছিলাম। আমরা যতটা সম্ভব প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে