ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে পরশু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তান খেল ধাক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না উসমান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক বিবৃতিতে সেটা জানিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গত পরশু অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন উসমান। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট ‘লো-গ্রেড টিয়ার’ বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তিনি নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে প্রথমে নাম ছিল না উসমানের। শেষ মুহূর্তে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাতে পাকিস্তানি এই ক্রিকেটারের অভিষেক হয়ে গেছে ওয়ানডেতেও। নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন উসমান। পাকিস্তানের হয়ে উসমান এখন ২০ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ১৯ ম্যাচই টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৪.৯৩ গড় ও ১২১.৯৩ স্ট্রাইকরেটে করেন ২৩৯ রান।
নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৪৫ রানের লক্ষ্যে নেমে ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে পাকিস্তান তুলে ফেলে ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ধসের শুরু। ৫.৪ ওভারে ২২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৩ রানে প্রথম ওয়ানডে জয়ী নিউজিল্যান্ড পরশু নামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। আর পাকিস্তান জিতলে সিরিজ জমে যাবে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ের তৃতীয় ওয়ানডেটা তখন হবে সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে পরশু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তান খেল ধাক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না উসমান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক বিবৃতিতে সেটা জানিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গত পরশু অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন উসমান। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট ‘লো-গ্রেড টিয়ার’ বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তিনি নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে প্রথমে নাম ছিল না উসমানের। শেষ মুহূর্তে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাতে পাকিস্তানি এই ক্রিকেটারের অভিষেক হয়ে গেছে ওয়ানডেতেও। নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন উসমান। পাকিস্তানের হয়ে উসমান এখন ২০ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ১৯ ম্যাচই টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৪.৯৩ গড় ও ১২১.৯৩ স্ট্রাইকরেটে করেন ২৩৯ রান।
নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৪৫ রানের লক্ষ্যে নেমে ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে পাকিস্তান তুলে ফেলে ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ধসের শুরু। ৫.৪ ওভারে ২২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৩ রানে প্রথম ওয়ানডে জয়ী নিউজিল্যান্ড পরশু নামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। আর পাকিস্তান জিতলে সিরিজ জমে যাবে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ের তৃতীয় ওয়ানডেটা তখন হবে সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন:
আসছে জুলাইয়ে বেয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশে পা রাখবেন জেমস অ্যান্ডারসন। এ বয়সে এসেও ইংল্যান্ডের সাবেক এই পেসার মনে করেন, আরও দুই তিন বছরে খেলার সামর্থ্য আছে তাঁর।
৬ ঘণ্টা আগেবুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
৭ ঘণ্টা আগেএফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
৮ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
৯ ঘণ্টা আগে