ক্রীড়া ডেস্ক
আথলেতিক বিলবাওয়ের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও ইউনাইটেড জয় নিশ্চিত করল ৪-১ গোলে। দুই লেগে মিলিয়ে ৭-১ ব্যবধানে বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বোদো/গ্লিমটের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে তারা অল প্রিমিয়ার লিগ ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার জন্য তো বটেই, পরের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার একটা সুযোগও পাবে দল দুটি। তবে এ জন্য জিততে হবে ফাইনালে। প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে রেড ডেভিলস আর ১৬ নম্বরে স্পার্সরা। স্পষ্টই প্রিমিয়ার লিগের সেরা পাঁচে থাকতে পারছে না তারা। ইউরোপা লিগের ফাইনাল তাদের শেষ সুযোগ।
তিন গোল হজম করা বিলবাও ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৩১ মিনিটে হ্যারি মাগুইরের বিভ্রান্তিকর ক্লিয়ারেন্সে বল পায়ে পান মিকেল জাউরেগিজার। এই স্প্যানিয়ার্ড বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান। বিলবাও লিড ধর রেখেছিল এক ঘণ্টারও বেশি সময়। স্বাগতিকেরা সমতায় ফেরে ৭২ মিনিটে। লেনি ইয়োরোর পাস থেকে মাউন্ট ম্যাসন গোলকিপার জুলেন আগিরেজাবালাকে ঘুরিয়ে জালে বল জড়িয়ে দেন। সাত মিনিট পর ক্যাসেমিরো ফ্রি কিক থেকে গোল করেন। ৮৫ মিনিটে রাসমুস হয়লুন্দ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইউনাইটেডের পক্ষে নিয়ে যান।
স্টপেজ টাইমে মাউন্ট নিজের দ্বিতীয় গোল করেন। আগিরজেবালাকে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখে সফরকারীদের অর্ধ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
২০১৭ সালের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড আগামী ২১ মে বিলবাওর সান মামেস স্টেডিয়ামে অল প্রিমিয়ার লিগ ফাইনালে টটেনহামের মুখোমুখি হবে। কোচ রুবেন আমোরি জানিয়েছেন, ইউনাইটেড ফাইনাল না জেতা পর্যন্ত কোনো উদ্যাপন করবেন না। পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে চান এই কোচ, ‘এই মুহূর্তে আমি কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনালের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটা নিয়ে চিন্তিত আছি। আমাদের এটা জিততে হবে। না জিতলে এটা হবে অর্থহীন।’
ঘরের মাঠে ৩-১ গোলে জিতে আসা টটেনহাম বোদোর মাঠে কোনো অঘটনের শিকার হয়নি। নরওয়ের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে। ডোমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো করেন গোল। ৬৩ মিনিটে সোলাঙ্কে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার নিকিতা হাইকিনকে বোকা বানিয়ে ছয় মিনিট পর ক্রসে জাল কাঁপান পোরো। ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতার পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার দোরগোড়ায় টটেনহাম।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে ইউরোপা লিগে ফাইনাল খেলেছিল অল প্রিমিয়ার লিগ। সেবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।
আথলেতিক বিলবাওয়ের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও ইউনাইটেড জয় নিশ্চিত করল ৪-১ গোলে। দুই লেগে মিলিয়ে ৭-১ ব্যবধানে বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বোদো/গ্লিমটের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে তারা অল প্রিমিয়ার লিগ ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার জন্য তো বটেই, পরের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার একটা সুযোগও পাবে দল দুটি। তবে এ জন্য জিততে হবে ফাইনালে। প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে রেড ডেভিলস আর ১৬ নম্বরে স্পার্সরা। স্পষ্টই প্রিমিয়ার লিগের সেরা পাঁচে থাকতে পারছে না তারা। ইউরোপা লিগের ফাইনাল তাদের শেষ সুযোগ।
তিন গোল হজম করা বিলবাও ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৩১ মিনিটে হ্যারি মাগুইরের বিভ্রান্তিকর ক্লিয়ারেন্সে বল পায়ে পান মিকেল জাউরেগিজার। এই স্প্যানিয়ার্ড বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান। বিলবাও লিড ধর রেখেছিল এক ঘণ্টারও বেশি সময়। স্বাগতিকেরা সমতায় ফেরে ৭২ মিনিটে। লেনি ইয়োরোর পাস থেকে মাউন্ট ম্যাসন গোলকিপার জুলেন আগিরেজাবালাকে ঘুরিয়ে জালে বল জড়িয়ে দেন। সাত মিনিট পর ক্যাসেমিরো ফ্রি কিক থেকে গোল করেন। ৮৫ মিনিটে রাসমুস হয়লুন্দ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইউনাইটেডের পক্ষে নিয়ে যান।
স্টপেজ টাইমে মাউন্ট নিজের দ্বিতীয় গোল করেন। আগিরজেবালাকে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখে সফরকারীদের অর্ধ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
২০১৭ সালের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড আগামী ২১ মে বিলবাওর সান মামেস স্টেডিয়ামে অল প্রিমিয়ার লিগ ফাইনালে টটেনহামের মুখোমুখি হবে। কোচ রুবেন আমোরি জানিয়েছেন, ইউনাইটেড ফাইনাল না জেতা পর্যন্ত কোনো উদ্যাপন করবেন না। পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে চান এই কোচ, ‘এই মুহূর্তে আমি কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনালের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটা নিয়ে চিন্তিত আছি। আমাদের এটা জিততে হবে। না জিতলে এটা হবে অর্থহীন।’
ঘরের মাঠে ৩-১ গোলে জিতে আসা টটেনহাম বোদোর মাঠে কোনো অঘটনের শিকার হয়নি। নরওয়ের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে। ডোমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো করেন গোল। ৬৩ মিনিটে সোলাঙ্কে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার নিকিতা হাইকিনকে বোকা বানিয়ে ছয় মিনিট পর ক্রসে জাল কাঁপান পোরো। ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতার পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার দোরগোড়ায় টটেনহাম।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে ইউরোপা লিগে ফাইনাল খেলেছিল অল প্রিমিয়ার লিগ। সেবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৪ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৪ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে