বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবরে। প্রায় দুই মাস বাকি থাকলেও আইসিসির ইভেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলিও বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিরাপদ মনে করছেন না।
বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশে সরকার পতন হয়েছে ৫ আগস্ট। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হয়েছে। তবে দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। অস্ট্রেলিয়া সরকার এরই মধ্যে বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে। বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটি ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির ওপর ছেড়ে দিচ্ছেন হিলি। অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক বলেছেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশ) খেলা কেমন হবে, সেটা আমি বুঝতে পারছি না। হয়তো এটা ভুল একটা কাজ হবে বলে মনে হচ্ছে। তবে এটা আমি আইসিসির ওপর ছেড়ে দিচ্ছি।’
জুলাই থেকে বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা। মাসব্যাপী চলা এই আন্দোলনে মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন অসংখ্য মানুষ। সামাজিক মাধ্যম খুললেই দেখা যেত মৃত্যুর খবর ও স্বজনহারা মানুষদের কান্না। জাতিসংঘের হিসেবে বাংলাদেশে সরকার পতন আন্দোলনে মারা গেছেন ৬৫০ মানুষ। এখনো আন্দোলনে আহতদের অনেকে মারা যাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হিলি বলেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট চালানো আমার কাছে কঠিন মনে হচ্ছে। দেশটা সত্যিই অনেক ভুগছে এখন। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সাহায্য করতে এখন সবাইকে প্রয়োজন।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে বিকল্প ভেন্যুর কথা ভাবতে শুরু করেছে আইসিসি। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপ আয়োজনের কথা নাকচ করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা—এশিয়ার এই দুই দেশকে ভাবা হচ্ছে আইসিসির ইভেন্টটি আয়োজনের বিকল্প ভেন্যু। জিম্বাবুয়েও আগ্রহ প্রকাশ করেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। আইসিসি শিগগিরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে।
সরকার পতনের পর নাজমুল হাসান পাপনের সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। কারণ সেই সংসদ দ্রুতই ভেঙে দেওয়া হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন পাপন। তখন যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন পাপন। পাপনের পরিবর্তে এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী।
বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবরে। প্রায় দুই মাস বাকি থাকলেও আইসিসির ইভেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলিও বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিরাপদ মনে করছেন না।
বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশে সরকার পতন হয়েছে ৫ আগস্ট। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হয়েছে। তবে দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। অস্ট্রেলিয়া সরকার এরই মধ্যে বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে। বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটি ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির ওপর ছেড়ে দিচ্ছেন হিলি। অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক বলেছেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশ) খেলা কেমন হবে, সেটা আমি বুঝতে পারছি না। হয়তো এটা ভুল একটা কাজ হবে বলে মনে হচ্ছে। তবে এটা আমি আইসিসির ওপর ছেড়ে দিচ্ছি।’
জুলাই থেকে বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা। মাসব্যাপী চলা এই আন্দোলনে মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন অসংখ্য মানুষ। সামাজিক মাধ্যম খুললেই দেখা যেত মৃত্যুর খবর ও স্বজনহারা মানুষদের কান্না। জাতিসংঘের হিসেবে বাংলাদেশে সরকার পতন আন্দোলনে মারা গেছেন ৬৫০ মানুষ। এখনো আন্দোলনে আহতদের অনেকে মারা যাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হিলি বলেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট চালানো আমার কাছে কঠিন মনে হচ্ছে। দেশটা সত্যিই অনেক ভুগছে এখন। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সাহায্য করতে এখন সবাইকে প্রয়োজন।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে বিকল্প ভেন্যুর কথা ভাবতে শুরু করেছে আইসিসি। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপ আয়োজনের কথা নাকচ করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা—এশিয়ার এই দুই দেশকে ভাবা হচ্ছে আইসিসির ইভেন্টটি আয়োজনের বিকল্প ভেন্যু। জিম্বাবুয়েও আগ্রহ প্রকাশ করেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। আইসিসি শিগগিরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে।
সরকার পতনের পর নাজমুল হাসান পাপনের সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। কারণ সেই সংসদ দ্রুতই ভেঙে দেওয়া হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন পাপন। তখন যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন পাপন। পাপনের পরিবর্তে এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী।
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৭ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
৯ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
১০ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১২ ঘণ্টা আগে