নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তানভীর ইসলামের স্পিন ভেলকিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর। গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট ও ম্যাচে ১৩ উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন তানভীর। এবার ডিপিএলে ৮ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন এ স্পিনার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় শাইনপুকুর। জবাবে এক বল আগে ১২৭ রানে অলআউট হয় শেখ জামাল।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ আশরাফুলকে (৪) ফেরান হাসান মুরাদ। ইনিংসের দ্বিতীয় ওভারে সৈকত আলীকে (৯) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তানভীর। সেই ওভারে কোনো রান দেননি তিনি। ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। তবে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন নাসির হোসেন ও ইলিয়াস সানি।
ইনিংসের দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন তানভীর। সেই ওভারে নুরুল হাসান সোহান (১) ও তানভীর হায়দারের (০) উইকেট তুলে নিয়ে শেখ জামালকে আবারও চাপে ফেলেন এ স্পিনার। এই ওভারেও কোনো রান দেননি তানভীর। এ সময় তাঁর বোলিং পরিসংখ্যান ছিল দুই মেডেন ওভারে ৩ উইকেট।
পরে এই চাপ থেকে আর বের হতে পারেনি শেখ জামাল। শেষ দিকে মোহাম্মদ এনামুল ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলে চেষ্টা করলেও তা কাজে লাগেনি। ১৯.৫ ওভারে শেখ জামাল থামে ১২৭ রানে। শাইনপুকুরে হয়ে তানভীর ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তানভীর ইসলামের স্পিন ভেলকিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর। গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট ও ম্যাচে ১৩ উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন তানভীর। এবার ডিপিএলে ৮ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন এ স্পিনার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় শাইনপুকুর। জবাবে এক বল আগে ১২৭ রানে অলআউট হয় শেখ জামাল।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ আশরাফুলকে (৪) ফেরান হাসান মুরাদ। ইনিংসের দ্বিতীয় ওভারে সৈকত আলীকে (৯) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তানভীর। সেই ওভারে কোনো রান দেননি তিনি। ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। তবে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন নাসির হোসেন ও ইলিয়াস সানি।
ইনিংসের দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন তানভীর। সেই ওভারে নুরুল হাসান সোহান (১) ও তানভীর হায়দারের (০) উইকেট তুলে নিয়ে শেখ জামালকে আবারও চাপে ফেলেন এ স্পিনার। এই ওভারেও কোনো রান দেননি তানভীর। এ সময় তাঁর বোলিং পরিসংখ্যান ছিল দুই মেডেন ওভারে ৩ উইকেট।
পরে এই চাপ থেকে আর বের হতে পারেনি শেখ জামাল। শেষ দিকে মোহাম্মদ এনামুল ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলে চেষ্টা করলেও তা কাজে লাগেনি। ১৯.৫ ওভারে শেখ জামাল থামে ১২৭ রানে। শাইনপুকুরে হয়ে তানভীর ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৪ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৭ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৮ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৯ ঘণ্টা আগে