ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে লিটন দাসদের চেয়ে রশিদ খানদের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার মিসবাহ উল হক, শোয়েব মালিক ও উমর গুল।
মূলত সাম্প্রতিক ফর্ম এবং শরীরী ভাষার কারণে আফগানিস্তানকে এগিয় রাখছেন তারা। এদিক থেকে বেশ পিছিয় আছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব বেশি ভোগাচ্ছে তাদের। বিপরীতে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাদিকুল্লাহ অতল, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাইরা। এছাড়া বোলিং এবং ফিল্ডিংয়েও দারুণ সময় পার করছে আফগানিস্তানের ক্রিকেটাররা। সব মিলিয়ে তাই আফগানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুব কমই দেখছেন মিসবাহ, মালিকরা।
গেম অন শোতে হাজির হয়ে মিসবাহ বলেন, ‘সাম্প্রতিক পারফরম্যান্স বলছে–বাংলাদেশকে আরও ভালো করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মনে হয়েছে তাদের জয়ের তাড়না ছিল না। অথচ আফগানিস্তানকে দেখুন। মাঠে ওরা এমনভাবে খেলেছে তাতে মনে হয়েছে যেন তাদের কাছে সেটাই ফাইনাল ম্যাচ। দুই দলের মধ্যে এটাই বড় পার্থক্য।’
দুই দলের পার্থক্য দেখাতে গিয় মালিক বলেন, ‘শরীরী ভাষায় আফগানিস্তান এগিয়ে আছে। এটার লাভ হলো; দলের দুই একজন ফর্মে না থাকলেও আপনি জিতে যাবেন। তাই আফগানিস্তানকে হারাতে চাইলো বাংলাদেশকে শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। এদিক থেকে তারা বেশ পিছিয়ে।’
আফগানিস্তানের বিপক্ষে জিততে চাইলে বাংলাদেশের ব্যাটারদের ভালো করতে হবে বলে মনে করেন গুল, ‘বাংলাদেশের ব্যাটাররা ছন্দে নেই। লিটন রানের দেখা পাচ্ছে। কিন্তু উপরে নিচে বাকিরা রান করতে পারছে না। জাকের ব্যাট হাতে ছন্দে আছে। কিন্তু আপনি সেটাকে দারুণ কিছু বলতে পারবেন না। এদিক থেকে আফগানিস্তানের ব্যাটাররা দারুণ করছে। গুরবাজ ফর্মে নেই। কিন্তু বাকিরা রান পাচ্ছে।’
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে লিটন দাসদের চেয়ে রশিদ খানদের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার মিসবাহ উল হক, শোয়েব মালিক ও উমর গুল।
মূলত সাম্প্রতিক ফর্ম এবং শরীরী ভাষার কারণে আফগানিস্তানকে এগিয় রাখছেন তারা। এদিক থেকে বেশ পিছিয় আছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব বেশি ভোগাচ্ছে তাদের। বিপরীতে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাদিকুল্লাহ অতল, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাইরা। এছাড়া বোলিং এবং ফিল্ডিংয়েও দারুণ সময় পার করছে আফগানিস্তানের ক্রিকেটাররা। সব মিলিয়ে তাই আফগানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুব কমই দেখছেন মিসবাহ, মালিকরা।
গেম অন শোতে হাজির হয়ে মিসবাহ বলেন, ‘সাম্প্রতিক পারফরম্যান্স বলছে–বাংলাদেশকে আরও ভালো করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মনে হয়েছে তাদের জয়ের তাড়না ছিল না। অথচ আফগানিস্তানকে দেখুন। মাঠে ওরা এমনভাবে খেলেছে তাতে মনে হয়েছে যেন তাদের কাছে সেটাই ফাইনাল ম্যাচ। দুই দলের মধ্যে এটাই বড় পার্থক্য।’
দুই দলের পার্থক্য দেখাতে গিয় মালিক বলেন, ‘শরীরী ভাষায় আফগানিস্তান এগিয়ে আছে। এটার লাভ হলো; দলের দুই একজন ফর্মে না থাকলেও আপনি জিতে যাবেন। তাই আফগানিস্তানকে হারাতে চাইলো বাংলাদেশকে শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। এদিক থেকে তারা বেশ পিছিয়ে।’
আফগানিস্তানের বিপক্ষে জিততে চাইলে বাংলাদেশের ব্যাটারদের ভালো করতে হবে বলে মনে করেন গুল, ‘বাংলাদেশের ব্যাটাররা ছন্দে নেই। লিটন রানের দেখা পাচ্ছে। কিন্তু উপরে নিচে বাকিরা রান করতে পারছে না। জাকের ব্যাট হাতে ছন্দে আছে। কিন্তু আপনি সেটাকে দারুণ কিছু বলতে পারবেন না। এদিক থেকে আফগানিস্তানের ব্যাটাররা দারুণ করছে। গুরবাজ ফর্মে নেই। কিন্তু বাকিরা রান পাচ্ছে।’
ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মাঠের খেলাকে পাশ কাটিয়ে সিরিজের প্রথম ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। ঘন কালো উইকেটে স্পিনারদের জন্য ছিল বাড়তি সহায়তা। বিপরীতে বেশ ভুগতে হয়েছে ব্যাটারদের।
৬ মিনিট আগেআগামী ডিসেম্বরে ৩৯ এ পা দেবেন আসিফ আফ্রিদি। এই বয়সে অনেক ক্রিকেটার ব্যাট–প্যাড, বল তুলে রেখে কোচিং, ধারাভাষ্য কিংবা অন্য কোনো পেশায় নিজেকে জড়িয়েছেন। সেই সময়ই কিনা অভিষেক হলো আসিফ আফ্রিদির!
৩৮ মিনিট আগেআগের দিন জিরোনাকে ২–১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। একদিন যেতেই পুনরায় সিংহাসনের দখল নিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে লা লিগায় গেতাফেকে হারিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা। দল জিতিয়ে একটি কীর্তিতে নাম লিখিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগেটানা ৬ ম্যাচ জিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপার মঞ্চে হতাশ করেছে লা আলবিসেলস্তেরা। মরক্কোর কাছে ২–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টাইন যুবারা। এই হারের কষ্ট ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। তবে ছোট ভাইদের লড়াকু মানসিকতায় গর্বিত তিনি।
২ ঘণ্টা আগে