Ajker Patrika

ভারতীয় ক্রিকেটারদের কারণেই বাতিল ভারত-পাকিস্তান চ্যাম্পিয়নশিপ ম্যাচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১১: ৩৩
ভারত-পাকিস্তান চ্যাম্পিয়নশিপ ম্যাচ বাতিল। ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান চ্যাম্পিয়নশিপ ম্যাচ বাতিল। ছবি: সংগৃহীত

যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় এজবাস্টনে শুরু হওয়ার কথা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচ। তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছেন। সে কারণে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা হয়েছে। শিখর ধাওয়ান নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি থেকে জানা গেল, ডব্লিউসিএল লিগে পাকিস্তানের বিপক্ষে না খেলতে সতীর্থদের কাছে অনুরোধ করেছেন ধাওয়ান। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটকেই সেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, ‘১১ মে যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তের ওপর অনড়। দেশ আমার জন্য সবকিছু। দেশের চেয়ে বড় কিছু না।’

ডব্লিউসিএলের সঙ্গে দুই বছর আগে চুক্তি হয়েছিল ইজ মাই ট্রিপ নামে একটি সংস্থার। তবে পাকিস্তান খেললে তারা নিজেদের এখানে অন্তর্ভুক্ত করবে না বলে জানিয়ে দিয়েছে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইজ মাই ট্রিপ লিখেছে, ‘দুই বছর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) পাঁচ বছরের চুক্তি হয়েছিল। তবে আমরা একটা জিনিসের ব্যাপারে খুবই স্পষ্টবাদী। ডব্লিউসিএলে যেসব ম্যাচে পাকিস্তান থাকবে, সেসব ম্যাচে ইজ মাই ট্রিপ থাকবে না। ভারতীয় চ্যাম্পিয়নস দলকে আমরা নিয়মিত সমর্থন দিয়ে যাব। তবে নৈতিকতার ব্যাপারে পাকিস্তান ম্যাচে আমরা কোনো রকম সাহায্য-সহযোগিতা করব না।’ সুরেশ রায়না এই পোস্ট নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন।

রায়না, হরভজন সিং, যুবরাজ সিংদের বিপক্ষে মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, কামরান আকমলদের একটা লড়াই দেখার অপেক্ষায় ছিলেন প্রবাসী ভক্ত-সমর্থকেরা। কিন্তু হঠাৎ করে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অনেক কিছুই ওলটপালট হয়ে গেল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ বাতিল হওয়ায় ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইছে ডব্লিউসিএল। ধাওয়ান ১১ মে তারিখের কথা উল্লেখ করায় ধারণা করা হচ্ছে পেহেলগাম কাণ্ডই ডব্লিউসিএলের ম্যাচ বাতিলে প্রভাবক হিসেবে কাজ করেছে। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছিলেন।

ডব্লিউসিএলে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন যুবরাজ সিং। এই টুর্নামেন্টে হরভজন, যুবরাজ, রায়নাদের সঙ্গে থাকছেন ইউসুফ পাঠান, ইরফান পাঠান, বিনয় কুমার, পীযূশ চাওলার মতো ক্রিকেটাররা। অন্যদিকে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন শহীদ আফ্রিদি। কামরান আকমল, সাঈদ আজমলদের মতো তারকারা খেলছেন কিংবদন্তিদের এই টুর্নামেন্টে। টি-টোয়েন্টি সংস্করণের ডব্লিউসিএলে ৩ পয়েন্ট নিয়ে পাকিস্তান সবার ওপরে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২। ভারত ১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ২০২৩ এশিয়া কাপ হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। এরপর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে আয়োজন করা হয়েছে। যদিও এ দুই টুর্নামেন্টের আয়োজক ছিল পাকিস্তান। এবার নারী ওয়ানডে বিশ্বকাপও হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত