Ajker Patrika

‘কখনো পেশির টান, কখনো অভিনয় করেছি’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৫: ৫৬
Thumbnail image

বিনোদন জগতের কুশীলবরাই শুধু অভিনয় করেন না, তাঁদের বাইরেও অনেককে অভিনয় করতে দেখা যায়। অনেক সময় তো দেখা যায় বোকা বাক্সের অভিনেতা-অভিনেত্রীদের চেয়েও অনেকে ভালো অভিনয় করতে পারেন। যেমনটা গতকাল করেছেন মোহাম্মদ রিজওয়ান। 

কখন অভিনয় করেছেন সেটা নিজেই জানিয়েছেন রিজওয়ান। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে নিজের অভিনয়ের কথা স্বীকার করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। হাসি দিয়ে তিনি বলেছেন, ‘কখনো পেশির টান ছিল, আবার কখনো আমার অভিনয় ছিল।’ 

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবার পেশির টান ও পিঠে ব্যথার কারণে রিজওয়ানকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। প্রতিবারই যে তিনি সত্যিকার অর্থে ব্যথা পেয়েছেন এমনটা নয়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিশ্রাম নেওয়ার সুবিধার্থেই অভিনয় করেছেন তিনি। যেন পুরোদমে ম্যাচ শেষ করতে পারেন। আর তাতে সফলও হয়েছেন তিনি। 

গতকাল পাকিস্তানের সামনে লক্ষ্যটা ছিল অনেক বড়। তাড়া করতে নেমে আবার ৩৭ রানে ২ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তখন ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা জিতবেন এমন আত্মবিশ্বাসী লোকের সংখ্যা নিশ্চিতভাবেই কম ছিল। তবে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস ছিল তাঁরা ম্যাচ জিতবেন। আত্মবিশ্বাসের কথা ম্যাচ শেষে জানিয়েছেন রিজওয়ান। 

রিজওয়ান বলেছেন, ‘ড্রেসিংরুমের প্রত্যেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস ছিল আমরা রান তাড়া করতে পারব। কারণ, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আর ক্যালকুলেট করে ইনিংস খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। আমার পরিকল্পনায় আমি অটল ছিলাম এবং আবদুল্লাহ শফিককে ইনিংস লম্বা করার কথা বলছিলাম। ক্রিকেট দলীয় খেলা এবং দলের জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল।’ 

বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পাওয়াটা মোটেই সহজ ছিল না পাকিস্তানের। তবে কাজটা সহজ করে দেন রিজওয়ান-শফিক। তৃতীয় উইকেটে দুজনের দুর্দান্ত ১৭৬ রানের জুটিতেই জয়ে ভিত পায় পাকিস্তান। শফিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১১৩ রানে আউট হলেও ম্যাচ শেষ করে এসেছেন রিজওয়ান। ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত