কিছুদিন আগে বাবর আজমকে নিয়ে বিরাট কোহলি বলেছিলেন, ‘বাবর সম্ভবত এখনকার সময়ের সেরা।’ বাবর যে বর্তমান সময়ের সেরা ব্যাটার, সেটি তাঁর পারফরম্যান্সই প্রমাণ। কোহলির মসনদে হানা দিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ আসন ২০১৮ সালেই কেড়ে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক।
এই বছর সূর্যকুমার যাদবের কাছে জায়গা হারালেও গত পাঁচ বছরে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাবরই ছিলেন সর্বেসর্বা। কোহলির ওয়ানডে মসনদও ২০২১ সালে কেড়ে নেন বাবর। টি-টোয়েন্টিতে তিনে থাকলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাবর শীর্ষে আছেন এখন। টেস্টও গত বছর উঠেছিলেন দুইয়ে। এখন আছেন চারে।
তিন সংস্করণেই কোহলির চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে এখন বাবর। কোহলির কথা বললে আরও তিনটি নামও চলে আসে সামনে। তাঁরা হলেন–স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুট। কাছাকাছি সময়ে এই চার ক্রিকেটারের আবির্ভাব। তাঁদের ব্যাটিং আধিপত্যের কারণে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো ২০১৪ সালে চার ক্রিকেটারকে ‘ফ্যাব-ফোর’ বলে সম্বোধন করেছিলেন। তখন আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের অভিষেকই হয়নি।
সাবেকেরা অবশ্য বাবরের মাঝে সম্ভাবনা দেখেছেন বয়সভিত্তিক ক্রিকেটেই। পরবর্তীতে দিনে দিনে নিজেকে নিয়ে বাবর সেই আলোচনা ছড়িয়ে দিয়েছেন বিশ্ব ক্রিকেটে। প্রমাণ করে চলছেন নিজের প্রতিভার। যার সৌজন্যে সাবেকরাই পরবর্তীতে দাবি তুলেছিলেন, ফ্যাব-ফোরকে এবার ফাইভ করার জন্য। বাবর যেভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন, তাতে ফ্যাব-ফাইভ সম্বোধন ছিল সময়ের ব্যাপার।
তবে সেই সময়টা এবার যেন এসেই গেল। আইসিসির আসন্ন ওয়ানডে বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টস আজ একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে। সেখানে ‘ফ্যাব-ফাইভ’ ট্যাগ দিয়ে কোহলি, রুট, স্মিথ ও উইলিয়ামসনের সঙ্গে যোগ করেছে বাবরকেও।
২০১৯ সাল থেকে (পাঁচ বছরে) এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে বাবরের ধারে-কাছেও নেই কোনো ব্যাটার। তিন সংস্করণে মিলিয়ে ৫১.৪৮ গড়ে ৮২৩৮ রান বাবরের। এই পাঁচ বছরে তালিকায় দুইয়ে থাকা কোহলির ৪৬.৭৮ গড়ে ৬৫৯৭ রান। ২২ সেঞ্চুরির পাশাপাশি ৫৭ হাফ সেঞ্চুরি বাবরের। বিপরীতে কোহলির ১১ সেঞ্চুরি ৪৪ ফিফটি।
কিছুদিন আগে বাবর আজমকে নিয়ে বিরাট কোহলি বলেছিলেন, ‘বাবর সম্ভবত এখনকার সময়ের সেরা।’ বাবর যে বর্তমান সময়ের সেরা ব্যাটার, সেটি তাঁর পারফরম্যান্সই প্রমাণ। কোহলির মসনদে হানা দিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ আসন ২০১৮ সালেই কেড়ে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক।
এই বছর সূর্যকুমার যাদবের কাছে জায়গা হারালেও গত পাঁচ বছরে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাবরই ছিলেন সর্বেসর্বা। কোহলির ওয়ানডে মসনদও ২০২১ সালে কেড়ে নেন বাবর। টি-টোয়েন্টিতে তিনে থাকলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাবর শীর্ষে আছেন এখন। টেস্টও গত বছর উঠেছিলেন দুইয়ে। এখন আছেন চারে।
তিন সংস্করণেই কোহলির চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে এখন বাবর। কোহলির কথা বললে আরও তিনটি নামও চলে আসে সামনে। তাঁরা হলেন–স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুট। কাছাকাছি সময়ে এই চার ক্রিকেটারের আবির্ভাব। তাঁদের ব্যাটিং আধিপত্যের কারণে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো ২০১৪ সালে চার ক্রিকেটারকে ‘ফ্যাব-ফোর’ বলে সম্বোধন করেছিলেন। তখন আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের অভিষেকই হয়নি।
সাবেকেরা অবশ্য বাবরের মাঝে সম্ভাবনা দেখেছেন বয়সভিত্তিক ক্রিকেটেই। পরবর্তীতে দিনে দিনে নিজেকে নিয়ে বাবর সেই আলোচনা ছড়িয়ে দিয়েছেন বিশ্ব ক্রিকেটে। প্রমাণ করে চলছেন নিজের প্রতিভার। যার সৌজন্যে সাবেকরাই পরবর্তীতে দাবি তুলেছিলেন, ফ্যাব-ফোরকে এবার ফাইভ করার জন্য। বাবর যেভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন, তাতে ফ্যাব-ফাইভ সম্বোধন ছিল সময়ের ব্যাপার।
তবে সেই সময়টা এবার যেন এসেই গেল। আইসিসির আসন্ন ওয়ানডে বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টস আজ একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে। সেখানে ‘ফ্যাব-ফাইভ’ ট্যাগ দিয়ে কোহলি, রুট, স্মিথ ও উইলিয়ামসনের সঙ্গে যোগ করেছে বাবরকেও।
২০১৯ সাল থেকে (পাঁচ বছরে) এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে বাবরের ধারে-কাছেও নেই কোনো ব্যাটার। তিন সংস্করণে মিলিয়ে ৫১.৪৮ গড়ে ৮২৩৮ রান বাবরের। এই পাঁচ বছরে তালিকায় দুইয়ে থাকা কোহলির ৪৬.৭৮ গড়ে ৬৫৯৭ রান। ২২ সেঞ্চুরির পাশাপাশি ৫৭ হাফ সেঞ্চুরি বাবরের। বিপরীতে কোহলির ১১ সেঞ্চুরি ৪৪ ফিফটি।
বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
১ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২ ঘণ্টা আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
৩ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৪ ঘণ্টা আগে