লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দুই বছরেরও বেশি সময় আগে। এরপর থেকেই চ্যাম্পিয়নস লিগ বার্সার কাছে হয়ে যায় বিভীষিকার এক নাম। নকআউট পর্বে ওঠা তো দূরে থাক, গত দুই মৌসুমে গ্রুপ পর্বের গন্ডিই কাতালানরা পেরোতে পারেনি। জাভি হার্নান্দেজের অধীনে এবারের চ্যাম্পিয়নস লিগে বিধ্বংসী বার্সাকে দেখা যাচ্ছে।
২০২০-২১ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব উঠতে পেরেছিল বার্সেলোনা। এরপর টানা দুই মৌসুম বার্সার কাছে ছিল হতাশাজনক মৌসুম। টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তিন নম্বরে থেকে শেষ করেছিল তারা। চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের খেলতে হয়েছে ইউরোপা লিগ। বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ইন্টার মিলানের কাছে তাদের হারতে হয়েছে। ২০২৩-২৪ গ্রুপ পর্বে বার্সা দুই ম্যাচের দুটিতেই জিতেছে। ন্যু ক্যাম্পে রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৫-০ হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে কাতালানরা। এরপর গতকাল এস্তাদিও দা দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে। ছয় পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
৬ গোল দেওয়ার বিপরীতে বার্সা কোনো গোল হজম করেনি এখন পর্যন্ত। এই ৬ গোলের মধ্যে হোয়াও ফেলিক্স করেছেন ২ গোল,১টি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, গাভি ও ফেরান টরেস। আর ‘এইচ’ গ্রুপে বার্সেলোনা, পোর্তো, রয়্যাল অ্যান্টওয়ার্পের সঙ্গে থাকা আরেক দল হচ্ছে শাখতার দোনেৎস্ক। যেভাবে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সা, তাতে গ্রুপ পর্বের বৈতরণি পেরিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না। গতকাল ম্যাচ শেষে মুভিস্টারকে বার্সা কোচ জাভি বলেন, ‘ভূত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। একটা ভূত আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে আমরা এক ঐতিহাসিক প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি।’
পোর্তোর মাঠে গতকাল দাপট দেখিয়ে খেলেছিল বার্সেলোনা। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল বার্সা আর পোর্তো বল দখলে রেখেছিল ৪৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪টি শট নিয়ে গোল করেছিল বার্সা একটি। সেই একমাত্র গোল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করেন ফেরান তরেস। দ্বিতীয়ার্ধে আরও একটু ভালো খেলা যেত বলে মনে করছেন জাভি, ‘দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিতে পারতাম। তবে এটা চ্যাম্পিয়নস লিগ। আমরা অন্যান্য ম্যাচের ফল দেখে আমরা বুঝতে পারছি যে জেতা কতটা কঠিন। বিশেষ করে অ্যাওয়ে গেমে।’
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দুই বছরেরও বেশি সময় আগে। এরপর থেকেই চ্যাম্পিয়নস লিগ বার্সার কাছে হয়ে যায় বিভীষিকার এক নাম। নকআউট পর্বে ওঠা তো দূরে থাক, গত দুই মৌসুমে গ্রুপ পর্বের গন্ডিই কাতালানরা পেরোতে পারেনি। জাভি হার্নান্দেজের অধীনে এবারের চ্যাম্পিয়নস লিগে বিধ্বংসী বার্সাকে দেখা যাচ্ছে।
২০২০-২১ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব উঠতে পেরেছিল বার্সেলোনা। এরপর টানা দুই মৌসুম বার্সার কাছে ছিল হতাশাজনক মৌসুম। টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তিন নম্বরে থেকে শেষ করেছিল তারা। চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের খেলতে হয়েছে ইউরোপা লিগ। বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ইন্টার মিলানের কাছে তাদের হারতে হয়েছে। ২০২৩-২৪ গ্রুপ পর্বে বার্সা দুই ম্যাচের দুটিতেই জিতেছে। ন্যু ক্যাম্পে রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৫-০ হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে কাতালানরা। এরপর গতকাল এস্তাদিও দা দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে। ছয় পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
৬ গোল দেওয়ার বিপরীতে বার্সা কোনো গোল হজম করেনি এখন পর্যন্ত। এই ৬ গোলের মধ্যে হোয়াও ফেলিক্স করেছেন ২ গোল,১টি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, গাভি ও ফেরান টরেস। আর ‘এইচ’ গ্রুপে বার্সেলোনা, পোর্তো, রয়্যাল অ্যান্টওয়ার্পের সঙ্গে থাকা আরেক দল হচ্ছে শাখতার দোনেৎস্ক। যেভাবে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সা, তাতে গ্রুপ পর্বের বৈতরণি পেরিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না। গতকাল ম্যাচ শেষে মুভিস্টারকে বার্সা কোচ জাভি বলেন, ‘ভূত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। একটা ভূত আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে আমরা এক ঐতিহাসিক প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি।’
পোর্তোর মাঠে গতকাল দাপট দেখিয়ে খেলেছিল বার্সেলোনা। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল বার্সা আর পোর্তো বল দখলে রেখেছিল ৪৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪টি শট নিয়ে গোল করেছিল বার্সা একটি। সেই একমাত্র গোল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করেন ফেরান তরেস। দ্বিতীয়ার্ধে আরও একটু ভালো খেলা যেত বলে মনে করছেন জাভি, ‘দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিতে পারতাম। তবে এটা চ্যাম্পিয়নস লিগ। আমরা অন্যান্য ম্যাচের ফল দেখে আমরা বুঝতে পারছি যে জেতা কতটা কঠিন। বিশেষ করে অ্যাওয়ে গেমে।’
কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৩০ মিনিট আগেগোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
২ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
৩ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
৪ ঘণ্টা আগে