Ajker Patrika

সাকিবের একটা উইকেটের আফসোস

সাকিবের একটা উইকেটের আফসোস

মিরপুরে দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিয়ে ভালোই চেপে ধরেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন ভেলকিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে ৩ উইকেটের পরাজয়ে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের।এই ম্যাচে এক উইকেট না পাওয়ার আফসোস কাজ করছে সাকিবের। 

৪৫ রানে ৪ উইকেট নিয়ে  আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ভারত। দিনের খেলার দ্বিতীয় ওভারেই জয়দেব উনাদকাটকে তুলে নেন সাকিব। এরপর ঋষভ পন্তকে ভয়ংকর হওয়ার আগেই ড্রেসিংরুমের পথ দেখান মিরাজ। পন্তের পর ‘সেট’ ব্যাটার অক্ষর প্যাটেলের উইকেটও তুলে নেন মিরাজ। তাতে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। তখন রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার অষ্টম উইকেট জুটিতে ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।

চাপের মুখে অশ্বিন-আইয়ারের সাবলীল ব্যাটিংকে কৃতিত্ব দেন সাকিব।  ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক  বলেন, ‘চাপে শ্রেয়াস এবং অশ্বিন ভালো খেলেছে। আমাদের আর একটা উইকেট দরকার ছিল। অনেক যদি-কিন্তুর কথা আমরা চিন্তা করতে পারি  তবে যেভাবে খেলেছি, তাতে খুশি।’

ছোট পুঁজি হলেও ভারতের জিততে অনেক বেগ পেতে হয়েছে। ম্যাচ হেরেও তাই ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন সাকিব। বাংলাদেশের অধিনায়কের ভাষ্য, ‘সবাই অবদান রেখেছে। আমরা এই ভেন্যুতে ভালো খেলেছি।দলের মানসিকতায় আমি খুশি। আশা করি, সামনের বছর আরও ভালো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত