Ajker Patrika

স্টোকসসহ যাঁরা পেলেন আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৮: ৫৩
স্টোকসসহ যাঁরা পেলেন আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন

‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার। 
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।

১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১ 
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।

২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬; 
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।

৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬ 
 ‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন। 

৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১ 
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত