‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার।
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।
১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬;
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।
৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬
‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন।
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—বেন স্টোকস এ বছর যেন ছিলেন এই কথারই প্রতিচ্ছবি। টেস্ট ক্রিকেটে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এ বছর তো দারুণ খেলেছেই, স্টোকস নিজেও ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করেছেন। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন ইংলিশ এই অলরাউন্ডার।
স্টোকসসহ চার ক্রিকেটার আইসিসির ২০২২ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। স্টোকসের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো, উসমান খাজা ও কাগিসো রাবাদা।
১. বেন স্টোকস (ইংল্যান্ড) : ১৫ ম্যাচ, ৮৭০ রান, গড়: ৩৬.২৫, সেঞ্চুরি: ২; ২৬ উইকেট; বোলিং গড়: ৩১.১৯, ইকোনমি ২.৯১
২০২২ সালে ব্যাটিং-বোলিংয়ে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ২ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪ ফিফটি। বোলিংয়ে নিয়েছেন ২৬ উইকেট। অধিনায়ক হিসেবে জিতেছেন ৯ টেস্ট। একবার করে ম্যাচ-সেরা ও সিরিজ-সেরার পুরস্কার জিতেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) : ১০ ম্যাচ, ১০৬১ রান, গড়: ৬৬.৩১, সেঞ্চুরি: ৬;
‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেটে’ এ বছর জনি বেয়ারস্টোর খেলার ধরন ছিল এমনই। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো সাইক্লোন চালিয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। ৬ সেঞ্চুরির বিপরীতে করেছেন ১টি ফিফটি। চলতি বছর ইংলিশ এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৭৬।
৩. উসমান খাজা (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ, ১০৮০ রান, গড়: ৬৭.৫০, সেঞ্চুরি: ৬
‘এভাবেও ফিরে আসা যায়’ জনপ্রিয় গানটিরই যেন বাস্তব প্রমাণ উসমান খাজা দেখালেন এ বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে প্রায় আড়াই বছর পর ফিরলেন সাদা পোশাকের ক্রিকেটে। এসেই দুই ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৩৭-এর পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এসসিজির এই ধারাবাহিকতা খাজা বজায় রেখেছিলেন পুরো বছর। ২০২২ সালে সাদা পোশাকে ৪ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছিলেন।
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : ৯ ম্যাচ, ৪৭ উইকেট, বোলিং গড়: ২২.২৫, ইকোনমি ২.৯১
এ বছর দুর্দান্ত বোলিং করেছেন কাগিসো রাবাদা। নাথান লায়নের সঙ্গে টেস্টে যৌথ সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রাবাদা। দুজনেই নিয়েছেন ৪৭টি করে উইকেট, যেখানে লায়নের বোলিং গড় ছিল ২৯.০৬ এবং রাবাদার ছিল ২২.২৫। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ২ বার আর ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছিলেন দুবার।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৫ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে