এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল জ্যামাইকা তালাওয়াশ। তৃতীয়বারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। শিরোপার লড়াইয়ে বার্বাডোজ রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে জ্যামাইকা।
ফাইনালে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জ্যামাইকা। কাইল মায়ার্সের বলে ‘গোল্ডেন ডাক’ মারেন ওপেনিং ব্যাটার কেনার লুইস। তবে আরেক ওপেনার ব্র্যান্ডন কিং দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন শামারা ব্রুকসকে নিয়ে। দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। ৪৭ রানে ব্রুকস আউট হলেও দলকে ৮ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিং। বাকি কাজটুকু তিনি করেন অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সঙ্গী করে। ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কিং। আর পাওয়েল ১৪ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ছয় বছর পর শিরোপা জিতল জ্যামাইকা। ২০১৬ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
এর আগে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৬১ রান করে বার্বাডোজ। রাকিম কর্নওয়েল ও মায়ার্স দুরন্ত শুরু এনে দিয়েছিলেন দলকে। ওপেনিং জুটিতে মাত্র ৬ ওভারে ৬৩ রান তুলেছিলেন দুজনে। কর্নওয়েলের আউটের পরেই দলটি নিয়মিত উইকেট হারাতে থাকে। তাই ব্যাটিংয়ে ভালো শুরুর পরও দলটি ২০ ওভারে মাত্র ১৬১ রান সংগ্রহ করতে পারে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন আজম খান। জ্যামাইকার সেরা বোলার ২৪ রানে ৩ উইকেট নেওয়া ফ্যাবিয়ান অ্যালেন।
৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলা কিং। ১২ ইনিংসে ৪২২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর এবারের আসরে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আলজেরি জোসেফ।
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল জ্যামাইকা তালাওয়াশ। তৃতীয়বারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। শিরোপার লড়াইয়ে বার্বাডোজ রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে জ্যামাইকা।
ফাইনালে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জ্যামাইকা। কাইল মায়ার্সের বলে ‘গোল্ডেন ডাক’ মারেন ওপেনিং ব্যাটার কেনার লুইস। তবে আরেক ওপেনার ব্র্যান্ডন কিং দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন শামারা ব্রুকসকে নিয়ে। দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। ৪৭ রানে ব্রুকস আউট হলেও দলকে ৮ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কিং। বাকি কাজটুকু তিনি করেন অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সঙ্গী করে। ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কিং। আর পাওয়েল ১৪ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ছয় বছর পর শিরোপা জিতল জ্যামাইকা। ২০১৬ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
এর আগে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৬১ রান করে বার্বাডোজ। রাকিম কর্নওয়েল ও মায়ার্স দুরন্ত শুরু এনে দিয়েছিলেন দলকে। ওপেনিং জুটিতে মাত্র ৬ ওভারে ৬৩ রান তুলেছিলেন দুজনে। কর্নওয়েলের আউটের পরেই দলটি নিয়মিত উইকেট হারাতে থাকে। তাই ব্যাটিংয়ে ভালো শুরুর পরও দলটি ২০ ওভারে মাত্র ১৬১ রান সংগ্রহ করতে পারে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন আজম খান। জ্যামাইকার সেরা বোলার ২৪ রানে ৩ উইকেট নেওয়া ফ্যাবিয়ান অ্যালেন।
৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলা কিং। ১২ ইনিংসে ৪২২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর এবারের আসরে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আলজেরি জোসেফ।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৭ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৭ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৮ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৯ ঘণ্টা আগে