নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৪তম ওভারটা শুরু করতে সবে বোলিং প্রান্তে গেলেন মোস্তাফিজুর রহমান। এ সময় আচমকা এক দর্শক লোহার বেড়া টপকে ঢুকে পড়েন মাঠে। পরে মাঠকর্মীদের সঙ্গে কয়েক দফা ড্রিবলিং করে ওই দর্শক চলে গেলেন মোস্তাফিজের কাছে। ফিজের পা ছুঁয়ে মাঠে বসে পড়েন হাঁটু গেড়ে। ফিজও ‘পাগলা ভক্তের’ পিঠ চাপড়ে চেষ্টা করলেন নিবৃত্ত করতে। একটু পরেই অবশ্য নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে বেরিয়ে আনেন মাঠ থেকে।
মিরপুর মডেল থানা সূত্র জানিয়েছে, ঝুঁকি নিয়ে মাঠে প্রবেশ করা এই দর্শকের নাম মো. রাসেল। কুমিল্লা থেকে খেলা দেখতে এসেছেন ১৮ বছরের এই কিশোর। এভাবে মাঠে প্রবেশ করায় অবশ্য মূল্য চোকাতে হতে পারে তাঁকে। এই ঘটনায় মাঠের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। দেশের ক্রিকেট এর আগেও কয়েকবার মাঠে দর্শক প্রবেশ করতে দেখেছে।
২০১৮ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানের জন্য ফুলের তোড়া নিয়ে মাঠে ঢুকে যান এক দর্শক। ২০১৮ সালের নভেম্বরে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট চলাকালীন তো দুদিন দুই দর্শক মাঠে ঢুকে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। এর আগে ২০১৬ সালে বিপিএলেও একবার এক দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরে আলোচনায় এসেছিলেন।
এভাবে মাঠে ঢোকায় সেই দর্শকদের শাস্তি পেতে হয়েছিল। তবে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি ভিন্ন। বায়ো–বাবল থাকায় এখন চাইলেই ক্রিকেটারদের কাছাকাছি যাওয়া যায় না। দর্শক মাঠে প্রবেশ করার একটু পর ফিজ মাঠ ছেড়ে যাওয়ায় প্রথমে তো এই প্রশ্ন উঠল—বায়োবাবল ভেঙে যাওয়ায় বেরিয়ে গেলেন না তো? অবশ্য পরে জানা যায় অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন মোস্তাফিজ।
করোনার কারণে প্রায় ২০ মাস পর এই সিরিজেই মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ক্রিকেটারদের পাশে যেন কেউ ঘেঁষতে না পারেন সে জন্য নিচের গ্যালারিগুলোতে দর্শকদের বসানো হচ্ছে না। গতকাল যে দর্শক মাঠে ঢুকেছেন তিনি বসেছিলেন নর্দান গ্যালারিতে। সেই গ্যালারি থেকে তিন প্রথমে লাফিয়ে পড়েন নিচের গ্যালারিতে। সেখান থেকে মুহূর্তেই লোহার উঁচু বেড়াটি টপকে ঢুকে যান মাঠে। সে সময় সেদিকে নিরাপত্তাকর্মীরা ছিলেন না। অদূরে বসা মাঠকর্মীরা দর্শক প্রবেশ করতে দেখায় তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি।
১৪তম ওভারটা শুরু করতে সবে বোলিং প্রান্তে গেলেন মোস্তাফিজুর রহমান। এ সময় আচমকা এক দর্শক লোহার বেড়া টপকে ঢুকে পড়েন মাঠে। পরে মাঠকর্মীদের সঙ্গে কয়েক দফা ড্রিবলিং করে ওই দর্শক চলে গেলেন মোস্তাফিজের কাছে। ফিজের পা ছুঁয়ে মাঠে বসে পড়েন হাঁটু গেড়ে। ফিজও ‘পাগলা ভক্তের’ পিঠ চাপড়ে চেষ্টা করলেন নিবৃত্ত করতে। একটু পরেই অবশ্য নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে বেরিয়ে আনেন মাঠ থেকে।
মিরপুর মডেল থানা সূত্র জানিয়েছে, ঝুঁকি নিয়ে মাঠে প্রবেশ করা এই দর্শকের নাম মো. রাসেল। কুমিল্লা থেকে খেলা দেখতে এসেছেন ১৮ বছরের এই কিশোর। এভাবে মাঠে প্রবেশ করায় অবশ্য মূল্য চোকাতে হতে পারে তাঁকে। এই ঘটনায় মাঠের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। দেশের ক্রিকেট এর আগেও কয়েকবার মাঠে দর্শক প্রবেশ করতে দেখেছে।
২০১৮ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানের জন্য ফুলের তোড়া নিয়ে মাঠে ঢুকে যান এক দর্শক। ২০১৮ সালের নভেম্বরে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট চলাকালীন তো দুদিন দুই দর্শক মাঠে ঢুকে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। এর আগে ২০১৬ সালে বিপিএলেও একবার এক দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরে আলোচনায় এসেছিলেন।
এভাবে মাঠে ঢোকায় সেই দর্শকদের শাস্তি পেতে হয়েছিল। তবে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি ভিন্ন। বায়ো–বাবল থাকায় এখন চাইলেই ক্রিকেটারদের কাছাকাছি যাওয়া যায় না। দর্শক মাঠে প্রবেশ করার একটু পর ফিজ মাঠ ছেড়ে যাওয়ায় প্রথমে তো এই প্রশ্ন উঠল—বায়োবাবল ভেঙে যাওয়ায় বেরিয়ে গেলেন না তো? অবশ্য পরে জানা যায় অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন মোস্তাফিজ।
করোনার কারণে প্রায় ২০ মাস পর এই সিরিজেই মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ক্রিকেটারদের পাশে যেন কেউ ঘেঁষতে না পারেন সে জন্য নিচের গ্যালারিগুলোতে দর্শকদের বসানো হচ্ছে না। গতকাল যে দর্শক মাঠে ঢুকেছেন তিনি বসেছিলেন নর্দান গ্যালারিতে। সেই গ্যালারি থেকে তিন প্রথমে লাফিয়ে পড়েন নিচের গ্যালারিতে। সেখান থেকে মুহূর্তেই লোহার উঁচু বেড়াটি টপকে ঢুকে যান মাঠে। সে সময় সেদিকে নিরাপত্তাকর্মীরা ছিলেন না। অদূরে বসা মাঠকর্মীরা দর্শক প্রবেশ করতে দেখায় তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১২ মিনিট আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১০ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১০ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
১১ ঘণ্টা আগে