ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার জার্সিতে ৯ বছর পার হয়ে গেলেও স্কট বোল্যান্ড সর্বসাকল্যে খেলেছেন ৩১ ম্যাচ। কালেভদ্রে যতটুকু সুযোগ পান, নিজেকে নিংড়ে দেন অস্ট্রেলিয়ার এই পেসার। বল হাতে ছোড়েন আগুনের গোলা। এবার ভেঙে দিয়েছেন ১০০ বছরেরও পুরোনো এক রেকর্ড।
জ্যামাইকার কিংসটনে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট শুরু হয়েছে পরশু রাতে। দিবারাত্রির এই টেস্টে বোল্যান্ড খেলছেন নাথান লায়নের পরিবর্তে। যে লায়ন গত ১২ বছরে অস্ট্রেলিয়ার টেস্ট একাদশ থেকে বাদ পড়েননি, তাঁর জায়গায় খেলছেন বোল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৩৪ রান খরচ করে বোল্যান্ড নিয়েছেন ৩ উইকেট। তাতে ১৪ টেস্টে ১৭.৩৩ গড়ে তাঁর উইকেট এখন ৫৯। ১৯১৫ সাল থেকে হিসেব করলে টেস্টে বোল্যান্ডের বোলিং গড়ই সেরা। এই তালিকায় পাঁচে থাকা জসপ্রীত বুমরার বোলিং গড় ১৯.৪৮। ৪৭ টেস্টের ক্যারিয়ারে ২১৭ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার। লর্ডসে চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছেন।
বোল্যান্ডের কীর্তির ম্যাচে জ্যামাইকায় দেখা যাচ্ছে বোলারদের দাপট। পরশু প্রথম দিন অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২২৫ রানে গুটিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১ উইকেটে ১৬ রানে গতকাল মধ্যরাতে দ্বিতীয় দিনের খেলা শুরু করে উইন্ডিজ। তবে সফরকারীদের বোলিং তোপে লিড তো দূরে থাক, ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেনি অস্ট্রেলিয়ার ইনিংসের ধারেকাছেও। প্রথম ইনিংসে উইন্ডিজ অলআউট হয়েছে ১৪৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন জন ক্যাম্পবেল। অস্ট্রেলিয়ার বোল্যান্ড পেয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ২৯ ওভারে ৬ উইকেটে ৯৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। অজিদের লিড এখন ১৮১ রানের। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৩ উইকেট। শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস পেয়েছেন ২ ও ১ উইকেট। ক্যামেরন গ্রিন ৪২ রানে আজ মধ্যরাতে তৃতীয় দিনে খেলতে নামবেন। কামিন্স অপরাজিত ৫ রানে।
১৯১৫ সাল থেকে সেরা বোলিং গড়ের হিসেব করলে বোল্যান্ডের পরে থাকা বোলারও অস্ট্রেলিয়ান। ১৯২৮ থেকে ১৯৩৩ পর্যন্ত ১৪ টেস্টে বার্ট ইরনমঙ্গার ১৭.৯৭ গড়ে নিয়েছেন ৭৪ উইকেট। তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন আরও আগে। ১৯৭১ সালে ৮৯ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ইরনমঙ্গার।
১৯১৫ সাল থেকে টেস্টে সেরা বোলিং গড় (কমপক্ষে ২০০০ বল বোলিং করেছেন)
দল গড় উইকেট
স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়া ১৭.৩৩ ৫৯
বার্ট ইরনমঙ্গার অস্ট্রেলিয়া ১৭.৯৭ ৭৪
ফ্র্যাঙ্ক টাইসন ইংল্যান্ড ১৮.৫৬ ৭৬
এজাজ প্যাটেল নিউজিল্যান্ড ১৯.৩৪ ৫৫
জসপ্রীত বুমরা ভারত ১৯.৪৮ ২১৭
*২০২৫-এর ১৩ জুলাই পর্যন্ত
অস্ট্রেলিয়ার জার্সিতে ৯ বছর পার হয়ে গেলেও স্কট বোল্যান্ড সর্বসাকল্যে খেলেছেন ৩১ ম্যাচ। কালেভদ্রে যতটুকু সুযোগ পান, নিজেকে নিংড়ে দেন অস্ট্রেলিয়ার এই পেসার। বল হাতে ছোড়েন আগুনের গোলা। এবার ভেঙে দিয়েছেন ১০০ বছরেরও পুরোনো এক রেকর্ড।
জ্যামাইকার কিংসটনে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট শুরু হয়েছে পরশু রাতে। দিবারাত্রির এই টেস্টে বোল্যান্ড খেলছেন নাথান লায়নের পরিবর্তে। যে লায়ন গত ১২ বছরে অস্ট্রেলিয়ার টেস্ট একাদশ থেকে বাদ পড়েননি, তাঁর জায়গায় খেলছেন বোল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৩৪ রান খরচ করে বোল্যান্ড নিয়েছেন ৩ উইকেট। তাতে ১৪ টেস্টে ১৭.৩৩ গড়ে তাঁর উইকেট এখন ৫৯। ১৯১৫ সাল থেকে হিসেব করলে টেস্টে বোল্যান্ডের বোলিং গড়ই সেরা। এই তালিকায় পাঁচে থাকা জসপ্রীত বুমরার বোলিং গড় ১৯.৪৮। ৪৭ টেস্টের ক্যারিয়ারে ২১৭ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার। লর্ডসে চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছেন।
বোল্যান্ডের কীর্তির ম্যাচে জ্যামাইকায় দেখা যাচ্ছে বোলারদের দাপট। পরশু প্রথম দিন অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২২৫ রানে গুটিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১ উইকেটে ১৬ রানে গতকাল মধ্যরাতে দ্বিতীয় দিনের খেলা শুরু করে উইন্ডিজ। তবে সফরকারীদের বোলিং তোপে লিড তো দূরে থাক, ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেনি অস্ট্রেলিয়ার ইনিংসের ধারেকাছেও। প্রথম ইনিংসে উইন্ডিজ অলআউট হয়েছে ১৪৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন জন ক্যাম্পবেল। অস্ট্রেলিয়ার বোল্যান্ড পেয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ২৯ ওভারে ৬ উইকেটে ৯৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। অজিদের লিড এখন ১৮১ রানের। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৩ উইকেট। শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস পেয়েছেন ২ ও ১ উইকেট। ক্যামেরন গ্রিন ৪২ রানে আজ মধ্যরাতে তৃতীয় দিনে খেলতে নামবেন। কামিন্স অপরাজিত ৫ রানে।
১৯১৫ সাল থেকে সেরা বোলিং গড়ের হিসেব করলে বোল্যান্ডের পরে থাকা বোলারও অস্ট্রেলিয়ান। ১৯২৮ থেকে ১৯৩৩ পর্যন্ত ১৪ টেস্টে বার্ট ইরনমঙ্গার ১৭.৯৭ গড়ে নিয়েছেন ৭৪ উইকেট। তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন আরও আগে। ১৯৭১ সালে ৮৯ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ইরনমঙ্গার।
১৯১৫ সাল থেকে টেস্টে সেরা বোলিং গড় (কমপক্ষে ২০০০ বল বোলিং করেছেন)
দল গড় উইকেট
স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়া ১৭.৩৩ ৫৯
বার্ট ইরনমঙ্গার অস্ট্রেলিয়া ১৭.৯৭ ৭৪
ফ্র্যাঙ্ক টাইসন ইংল্যান্ড ১৮.৫৬ ৭৬
এজাজ প্যাটেল নিউজিল্যান্ড ১৯.৩৪ ৫৫
জসপ্রীত বুমরা ভারত ১৯.৪৮ ২১৭
*২০২৫-এর ১৩ জুলাই পর্যন্ত
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
৩ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
৫ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
৬ ঘণ্টা আগে