নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে
আজ সকালেই বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে, কাল ভারতের বিপক্ষে খেলার আগে আজ আর অনুশীলনই করবে না তারা।
পাঁচ দিনের বিরতির মধ্যে গতকালই বাংলাদেশ মাঠে এসেছিল শুধু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই প্রেমাদাসায় নামে বৃষ্টি। অনুশীলন অসমাপ্ত রেখে সাকিবরা ফিরে যান টিম হোটেলে। গতকাল তবু মাঠে এসেছিল বাংলাদেশ, আজ কোনো অনুশীলনই করবে না।
কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আপাতত গুরুত্বহীন। টুর্নামেন্টে নিজেদের আর কোনো সমীকরণ নেই, বাংলাদেশের কাছে এশিয়া কাপের গুরুত্বও যেন হারিয়েছে। অনুশীলনের প্রয়োজনীয়তা সে কারণেই হয়তো ফুরিয়েছে। কলম্বোর অনুশীলন ফ্যাসিলিটিজ আর আবহাওয়াও গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মাঠের অভাব নেই এখানে। তবে গুরুত্বহীন এক ম্যাচের আগে অনুশীলনের উপযুক্ত মাঠ অনুসন্ধান আর বৃষ্টিবাধার আশঙ্কায় এত অনুশীলন অর্থহীন মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে। চোট-অসুস্থতা বেশ ভুগিয়েছে; বাংলাদেশ চাইছে, বিশ্বকাপের আগে যতটা সতেজ আর চোটমুক্ত থাকতে। গতকাল বাংলাদেশ দলকে দেখেও মনে হচ্ছিল, কোনোভাবে টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরতে পারলেই যেন বেঁচে যায়।
ভারতের বিপক্ষে কালকের ম্যাচে হারানোর কিছু নেই বাংলাদেশের। তবে পাওয়ার আছে অনেক। গতকাল বিকেলে টিম হোটেলে সাংবাদিকদের সেটিই বলছিলেন তাওহীদ হৃদয়, ‘যেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবি না। বর্তমানে থাকার চেষ্টা করি। সামনে ভারতের সঙ্গে খেলা। চেষ্টা করব ভালোভাবে শেষ করার। এখান থেকে একটা ভালো ফল নিয়ে যেন যেতে পারি।’
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পরশু ভোরে ঢাকার ফ্লাইট ধরবে বাংলাদেশ।
আজ সকালেই বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে, কাল ভারতের বিপক্ষে খেলার আগে আজ আর অনুশীলনই করবে না তারা।
পাঁচ দিনের বিরতির মধ্যে গতকালই বাংলাদেশ মাঠে এসেছিল শুধু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই প্রেমাদাসায় নামে বৃষ্টি। অনুশীলন অসমাপ্ত রেখে সাকিবরা ফিরে যান টিম হোটেলে। গতকাল তবু মাঠে এসেছিল বাংলাদেশ, আজ কোনো অনুশীলনই করবে না।
কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আপাতত গুরুত্বহীন। টুর্নামেন্টে নিজেদের আর কোনো সমীকরণ নেই, বাংলাদেশের কাছে এশিয়া কাপের গুরুত্বও যেন হারিয়েছে। অনুশীলনের প্রয়োজনীয়তা সে কারণেই হয়তো ফুরিয়েছে। কলম্বোর অনুশীলন ফ্যাসিলিটিজ আর আবহাওয়াও গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মাঠের অভাব নেই এখানে। তবে গুরুত্বহীন এক ম্যাচের আগে অনুশীলনের উপযুক্ত মাঠ অনুসন্ধান আর বৃষ্টিবাধার আশঙ্কায় এত অনুশীলন অর্থহীন মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে। চোট-অসুস্থতা বেশ ভুগিয়েছে; বাংলাদেশ চাইছে, বিশ্বকাপের আগে যতটা সতেজ আর চোটমুক্ত থাকতে। গতকাল বাংলাদেশ দলকে দেখেও মনে হচ্ছিল, কোনোভাবে টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরতে পারলেই যেন বেঁচে যায়।
ভারতের বিপক্ষে কালকের ম্যাচে হারানোর কিছু নেই বাংলাদেশের। তবে পাওয়ার আছে অনেক। গতকাল বিকেলে টিম হোটেলে সাংবাদিকদের সেটিই বলছিলেন তাওহীদ হৃদয়, ‘যেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবি না। বর্তমানে থাকার চেষ্টা করি। সামনে ভারতের সঙ্গে খেলা। চেষ্টা করব ভালোভাবে শেষ করার। এখান থেকে একটা ভালো ফল নিয়ে যেন যেতে পারি।’
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পরশু ভোরে ঢাকার ফ্লাইট ধরবে বাংলাদেশ।
কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।
৭ মিনিট আগেআক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
১ ঘণ্টা আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
২ ঘণ্টা আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
২ ঘণ্টা আগে