Ajker Patrika

গলফ মাঠে চোটে পড়ে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

গলফ মাঠে চোটে পড়ে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

গলফ চায় না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তার সঙ্গে সখ্য গড়ুক। তা না হলে এই খেলা খেলতে গিয়ে অজি ক্রিকেটারদের তো চোটে পড়ার কথা ছিল না। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকার পরও খেলা হয়নি জশ ইংলিশের। গলফ খেলতে গিয়েই যে চোটে পড়েন উইকেটরক্ষক ব্যাটার। 

এবার ইংলিশের মতো গলফ খেলতে গিয়ে চোট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। তবে সতীর্থের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাননি ব্যাটিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার হয়ে শুধু পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি। অস্ট্রেলিয়া দল এমনটিই জানিয়েছে তাঁর চোট নিয়ে। এর আগে গত বছর বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে পা ভেঙে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। 

গত সোমবার দলের কোনো ধরনের অনুশীলন না থাকা পুরো অস্ট্রেলিয়া স্কোয়াড আহমেদাবাদে খেলতে গিয়েছিল। ছুটির দিনে গলফ খেলতে গিয়েই নিজের বিপদে ডেকে আনেন ম্যাক্সওয়েল। গলফ গাড়ি চালাতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এই চোটেই তাঁকে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে দিচ্ছে না। এখন পর্যন্ত বিশ্বকাপে ৬ ম্যাচে ১৯৬ রান করেছেন ম্যাক্সি। আর অফ স্পিনে নিয়েছেন ৪ উইকেট। 

অথচ, টুর্নামেন্টের শুরুর দিকে ছন্দে না থাকলেও শেষ দুই ম্যাচে দারুণ ফর্মে ছিলেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে তো বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ৪০ বলে সেঞ্চুরি করা সেই ব্যাটারকেই এবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না অস্ট্রেলিয়া। সেমিফাইনালের জায়গা নিশ্চিত করতে শেষ ৩ ম্যাচ যে জিততে হবে অস্ট্রেলিয়াকে। যদিও এই মুহূর্তে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারের শেষ দল তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত