Ajker Patrika

ইংল্যান্ডের বিশ্রামনীতিকে ‘ফালতু’ বললেন বোথাম

ক্রীড়া ডেস্ক, ঢাকা
ইংল্যান্ডের বিশ্রামনীতিকে ‘ফালতু’ বললেন বোথাম

এক ম্যাচ খেলে পরের ম্যাচে বিশ্রাম-এই নিয়মেই চলছে ইংল্যান্ডের টেস্ট দল। এই বিশ্রামনীতি দেখে ক্ষুব্ধ স্যার ইয়ান বোথাম। ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে না পারায় বিশ্রামনীতিকে বড় কারণ হিসেবে দেখছেন এই কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে ইংল্যান্ডকে ৩-১ বা ২-০ তে সিরিজ জিততে হতো। গুরুত্বপূর্ণ এই সিরিজে জস বাটলার, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের মতো তারকা খেলোয়াড়দের তারা এই বিশ্রামনীতির নিয়মে খেলায়। আর তাতে ৩-১ এ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় ইংল্যান্ডের। 

ইংল্যান্ডের এমন নীতিতে বিরক্ত এই কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন, ‘আমি বুঝি না এভাবে আমরা যোগ্য খেলোয়াড় নির্বাচন করতে পারছি কি না। এটা পুরোপুরি ফালতু একটা পদ্ধতি। আপনি ভালো খেললে কেউ আপনাকে অভিনন্দন জানাবে আর পরের ম্যাচেই আপনি বিশ্রামে! ফর্মে থাকা কোনো খেলোয়াড় কি শুধু শুধু বেঞ্চে গা গরম করতে চাইবে!’ 

ইংল্যান্ড সবশেষ টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে গত জুন মাসে। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্টের সিরিজে ১-০ তে হেরেছিল ইংল্যান্ড। তাতে ইংল্যান্ডের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন বোথাম। তিনি আরও বলেছেন, ‘ইংল্যান্ডের ব্যাটিংটা খুব ভোগাচ্ছে। লর্ডসে প্রথম টেস্টে শেষ দিনে রান তাড়া করে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ছিল। ভক্ত সমর্থকেরা মাসের পর মাস অপেক্ষা করে থাকে আর ইংল্যান্ড দল তাদের হতাশ করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত