Ajker Patrika

লিটনের পরিবর্তে কলকাতায় চার্লস

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২৩, ১৫: ৪১
Thumbnail image

প্রথমবারের মতো সুযোগ পেয়ে অভিষেক আইপিএল রাঙাতে পারেননি লিটন দাস। এক ম্যাচের পর আর একাদশে সুযোগ না পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসেন বাংলাদেশি ব্যাটার। দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে যোগও দিয়েছেন।

অন্যদিকে লিটনের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন জনসন চার্লস। তাঁরই পরিবর্তে মৌসুমের বাকি অংশে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। বিষয়টি নিশ্চিত করেছে কলকাতাসহ আইপিএল কর্তৃপক্ষও। দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্যাটার এই মুহূর্তে ছন্দে আছেন সংক্ষিপ্ত সংস্করণে।

অক্টোবরে ছয় বছর পর দলে ফিরে গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেন চার্লস। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও বিপিএলে সেঞ্চুরি করেছেন তিনি। কুমিল্লাকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় দাপিয়ে বেড়ালেও প্রথমবারের মতো আইপিএলে খেলবেন এই ক্যারিবিয়ান ব্যাটার।

ওপেনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও মিডল অর্ডারেও অভ্যস্ত চার্লস। কলকাতার দুই পজিশনেই পারফরম্যান্স বাজে। সে হিসেবে ক্যারিবিয়ান তারকাকে দুই জায়গাতেই কাজে লাগাতে পারবে কলকাতা। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি-টোয়েন্টিতে ১৩১ স্ট্রাইক রেটে ৯৭১ রান করেছেন তিনি।

লিটনের বদলি নেওয়ার আগে টুর্নামেন্টের শুরুর দিকে সাকিব আল হাসানেরও বদলি নিয়েছিল কলকাতা। জেসন রয় সেই সুযোগ পেয়ে ভালোও খেলছেন। এবার বাংলাদেশি ওপেনারের পরিবর্তে সুযোগ পেয়ে অভিষেক আইপিএলে প্রমাণের পালা চার্লসের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত