ক্রীড়া ডেস্ক
কোচিং পেশায় স্টুয়ার্ট ল আছেন দীর্ঘদিন ধরেই। তাঁর অধীনে বাংলাদেশ জিতেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এমনকি বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে লয়ের। অভিজ্ঞ এই কোচকে এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল নেপাল।
🇳🇵 Head Coach Appointed! 🚨
— CAN (@CricketNep) March 28, 2025
Australian legend Stuart Law @SLaw365 takes charge of Nepal Men’s National Cricket Team for the next two years! 🏏💪#NepalCricket pic.twitter.com/5G7C2H7H0f
দুই বছরের জন্য নেপালের প্রধান কোচ হয়েছেন ল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) গত রাতে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সেটা নিশ্চিত করেছে। ল মূলত মন্টি দেশাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। এ বছরের ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচ হিসেবে দেশাইয়ের দুই বছরের মেয়াদ শেষ হয়েছে।
নেপালের কোচ হওয়ার আগে সবশেষ যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব পালন করেছিলেন ল। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল। এটা ছিল বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ। সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্র দেখায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে উঠেছিল যুক্তরাষ্ট্র। এটাই ছিল তাদের প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে অংশগ্রহণ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।
যুক্তরাষ্ট্র ভালো খেলতে থাকলেও লকে ২০২৪-এর অক্টোবরে বরখাস্ত করা হয়। তাঁর (ল) সঙ্গে যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) তিন বছরের চুক্তি শেষ হয়ে যায় সাত মাসেই। যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন দুই বছর (২০২২ থেকে ২০২৪ পর্যন্ত)। ২০২৩-এর ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো জেতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
২০১১-১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ল। তাঁর অধীনে ২০১২ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৮-১৯ সালে ল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। শ্রীলঙ্কা-আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলেছেন ল।
কোচিং পেশায় স্টুয়ার্ট ল আছেন দীর্ঘদিন ধরেই। তাঁর অধীনে বাংলাদেশ জিতেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এমনকি বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে লয়ের। অভিজ্ঞ এই কোচকে এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল নেপাল।
🇳🇵 Head Coach Appointed! 🚨
— CAN (@CricketNep) March 28, 2025
Australian legend Stuart Law @SLaw365 takes charge of Nepal Men’s National Cricket Team for the next two years! 🏏💪#NepalCricket pic.twitter.com/5G7C2H7H0f
দুই বছরের জন্য নেপালের প্রধান কোচ হয়েছেন ল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) গত রাতে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সেটা নিশ্চিত করেছে। ল মূলত মন্টি দেশাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। এ বছরের ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচ হিসেবে দেশাইয়ের দুই বছরের মেয়াদ শেষ হয়েছে।
নেপালের কোচ হওয়ার আগে সবশেষ যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব পালন করেছিলেন ল। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল। এটা ছিল বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ। সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্র দেখায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে উঠেছিল যুক্তরাষ্ট্র। এটাই ছিল তাদের প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে অংশগ্রহণ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।
যুক্তরাষ্ট্র ভালো খেলতে থাকলেও লকে ২০২৪-এর অক্টোবরে বরখাস্ত করা হয়। তাঁর (ল) সঙ্গে যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) তিন বছরের চুক্তি শেষ হয়ে যায় সাত মাসেই। যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন দুই বছর (২০২২ থেকে ২০২৪ পর্যন্ত)। ২০২৩-এর ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো জেতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
২০১১-১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ল। তাঁর অধীনে ২০১২ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৮-১৯ সালে ল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। শ্রীলঙ্কা-আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলেছেন ল।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে