ক্রীড়া ডেস্ক
৭০, ১১৩ ও ৭৮ ও ৪৮*—এই হলো টানা চার ইনিংসে টেম্বা বাভুমার রান। পঞ্চাশোর্ধ্ব প্রথম দুই ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে। লঙ্কানদের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসেও ৫০+ রান—চোট থেকে ফিরে রানের বন্যায় যেন বইয়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
আগামীকাল ২ রান করলেই টেস্ট ক্যারিয়ারের ২৩ তম ফিফটির দেখা পাবেন বাভুমা। দেখা পাবেন টানা চার ইনিংসে ৫০ + রানেরও। বাভুমা (৪৮) ও ত্রিস্তান স্তাবসের (৩৬) চতুর্থ উইকেটে ৮২ রানের জুটিতে স্বস্তিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ২২১ রানের।
আজ দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু প্রোটিয়ারা করেছে ৩ উইকেটে ১৯১ রান। তার মধ্যে ৫৫ রান ওপেনার এইডেন মার্করামের। ২ উইকেট স্পিনার প্রবাত জয়াসুরিয়ার।
এর আগে ৩ উইকেটে ২৪২ রানে দিন শুরু করা লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৩২৮ রানে। অ্যাঞ্জেলো ম্যাথুস ৪০ ও কামিন্দু মেন্ডিস ৩০ রানে ব্যাটিংয়ে নেমেছিলেন। দিনের শুরুতেই ভাঙে দুজনের জুটি। ৪৮ রানে ড্যান প্যাটারসনের বলে ফেরেন মেন্ডিস। আগেরদিনের সঙ্গে ৪ রান করতেই বিদায় নেন ম্যাথুসও। আগেরদিন তৃতীয় লঙ্কান ব্যাটার হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
মধ্যাহ্নভোজের পরপরই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথমবার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের সফল বোলার পেসার প্যাটারসন। মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নিয়েছেন ২টি করে উইকেট।
৭০, ১১৩ ও ৭৮ ও ৪৮*—এই হলো টানা চার ইনিংসে টেম্বা বাভুমার রান। পঞ্চাশোর্ধ্ব প্রথম দুই ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে। লঙ্কানদের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসেও ৫০+ রান—চোট থেকে ফিরে রানের বন্যায় যেন বইয়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
আগামীকাল ২ রান করলেই টেস্ট ক্যারিয়ারের ২৩ তম ফিফটির দেখা পাবেন বাভুমা। দেখা পাবেন টানা চার ইনিংসে ৫০ + রানেরও। বাভুমা (৪৮) ও ত্রিস্তান স্তাবসের (৩৬) চতুর্থ উইকেটে ৮২ রানের জুটিতে স্বস্তিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ২২১ রানের।
আজ দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু প্রোটিয়ারা করেছে ৩ উইকেটে ১৯১ রান। তার মধ্যে ৫৫ রান ওপেনার এইডেন মার্করামের। ২ উইকেট স্পিনার প্রবাত জয়াসুরিয়ার।
এর আগে ৩ উইকেটে ২৪২ রানে দিন শুরু করা লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৩২৮ রানে। অ্যাঞ্জেলো ম্যাথুস ৪০ ও কামিন্দু মেন্ডিস ৩০ রানে ব্যাটিংয়ে নেমেছিলেন। দিনের শুরুতেই ভাঙে দুজনের জুটি। ৪৮ রানে ড্যান প্যাটারসনের বলে ফেরেন মেন্ডিস। আগেরদিনের সঙ্গে ৪ রান করতেই বিদায় নেন ম্যাথুসও। আগেরদিন তৃতীয় লঙ্কান ব্যাটার হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
মধ্যাহ্নভোজের পরপরই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথমবার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের সফল বোলার পেসার প্যাটারসন। মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নিয়েছেন ২টি করে উইকেট।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৪ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২২ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে