Ajker Patrika

টানা ‘চারের’ জন্য বাভুমার ২ রানের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক    
শট খেলছেন বাভুমা। ছবি: এএফপি
শট খেলছেন বাভুমা। ছবি: এএফপি

৭০, ১১৩ ও ৭৮ ও ৪৮*—এই হলো টানা চার ইনিংসে টেম্বা বাভুমার রান। পঞ্চাশোর্ধ্ব প্রথম দুই ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে। লঙ্কানদের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসেও ৫০+ রান—চোট থেকে ফিরে রানের বন্যায় যেন বইয়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

আগামীকাল ২ রান করলেই টেস্ট ক্যারিয়ারের ২৩ তম ফিফটির দেখা পাবেন বাভুমা। দেখা পাবেন টানা চার ইনিংসে ৫০ ‍+ রানেরও। বাভুমা (৪৮) ও ত্রিস্তান স্তাবসের (৩৬) চতুর্থ উইকেটে ৮২ রানের জুটিতে স্বস্তিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ২২১ রানের।

আজ দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু প্রোটিয়ারা করেছে ৩ উইকেটে ১৯১ রান। তার মধ্যে ৫৫ রান ওপেনার এইডেন মার্করামের। ২ উইকেট স্পিনার প্রবাত জয়াসুরিয়ার।

এর আগে ৩ উইকেটে ২৪২ রানে দিন শুরু করা লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৩২৮ রানে। অ্যাঞ্জেলো ম্যাথুস ৪০ ও কামিন্দু মেন্ডিস ৩০ রানে ব্যাটিংয়ে নেমেছিলেন। দিনের শুরুতেই ভাঙে দুজনের জুটি। ৪৮ রানে ড্যান প্যাটারসনের বলে ফেরেন মেন্ডিস। আগেরদিনের সঙ্গে ৪ রান করতেই বিদায় নেন ম্যাথুসও। আগেরদিন তৃতীয় লঙ্কান ব্যাটার হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।

মধ্যাহ্নভোজের পরপরই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথমবার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের সফল বোলার পেসার প্যাটারসন। মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নিয়েছেন ২টি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত