Ajker Patrika

মোস্তাফিজের মনে কী আছে, জানেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২২, ০১: ২৪
মোস্তাফিজের মনে কী আছে, জানেন না সাকিব

এক বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। মাঝে এ বাঁহাতি পেসারের টেস্টে না খেলা নিয়ে আলোচনা হয়েছে এন্তার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে মোস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব আল হাসান। 

প্রথম টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে আজ কথা বলেন টেস্ট অধিনায়ক সাকিব। মোস্তাফিজের টেস্ট খেলার ব্যাপারে তিনি বলেন, 'একেকজনের একেক রকম প্রাধান্য থাকতেই পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। মুস্তাফিজ যদি মনে করে ও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চায়, এতে ওর ভালো হয়, আমাদের এটা মেনে নেওয়া উচিত। যেহেতু ও এই সিরিজে আছে, আমি নিশ্চিত সে খেলতে উজ্জীবিত। এখন আমাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ।' 

গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মোস্তাফিজ। আবার ফিরলেন আরেকটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তবে টেস্ট খেলার ব্যাপারে দীর্ঘমেয়াদে মোস্তাফিজের মনে কী আছেন জানেন না সাকিব। তিনি বলেন, 'অধিনায়ক হিসেবে আমি এই দুই টেস্টে মনোযোগ দিতে চাই। ওর (মোস্তাফিজ) সঙ্গে কথা বলেছি। সে খুবই উজ্জীবিত এই দুই টেস্ট খেলতে। তবে দীর্ঘমেয়াদে বললে, জানি না ওর মনে কী আছে, সে (টেস্ট) খেলতে চায় কি না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

প্রশিক্ষিত রন্ধনশিল্পীরা পাবেন আন্তর্জাতিক মানের সনদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত