Ajker Patrika

মুশফিকের ১৯১ রানের রহস্য তাহলে এই

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৩: ৪১
মুশফিকের ১৯১ রানের রহস্য তাহলে এই

রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরিটা যে কত আরাধ্য ছিল, সেটা তাঁর উদ্‌যাপনেই বোঝা যায়। ১৯১ রানের ইনিংসটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে লিড নিতে সহায়তা করেছে।   

পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের জার্সিতে সবশেষ মুশফিককে দেখা গেছে এ বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক এই সময়ে কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর সাক্ষাৎকার প্রচার করেছে নিজেদের ফেসবুক পেজে। সেখানে বাংলাদেশের এই অভিজ্ঞ  ক্রিকেটার বলেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে আড়াই মাস বিরতিতে ফিটনেস নিয়ে কাজ করেছি। স্কিল নিয়ে কাজ করেছি নিবিড়ভাবে।’ 

রাওয়ালপিন্ডি টেস্টেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন মুশফিক। ২০০৫ সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে যে রান করেছেন, সেটার রহস্য জিজ্ঞেস করা হলে মুচকি হেসেছেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘সত্যি বলতে কিছুই না। আমি আমার জায়গায় সৎ থাকার চেষ্টা করেছি। আমি প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেছি। আমি আমার নিজের কাজটাকে প্রতিযোগিতা হিসেবে নিয়েছি। এটাই হয়তো রহস্য।’

আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার কীভাবে বড় করতে হয়, তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘যদি কেউ  ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে চায়, তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। মাঠে এবং মাঠের বাইরে।  খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। জিমে ভালো সময় দিতে হবে। এসব না করলে সাফল্য পাবেন না আপনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত