Ajker Patrika

টি-টোয়েন্টিতে দুই নম্বরে বাবর

টি-টোয়েন্টিতে দুই নম্বরে বাবর

বিরাট কোহলিকে টপকে কদিন আগেই আইসিসির ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। ওয়ানডের পর এবার টি-২০ ব়্যাঙ্কিংয়েও একধাপ এগিয়ে দুইয়ে পাকিস্তান অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি ধারাবাহিক ভালো করার পুরষ্কার পেলেন বাবর।

দক্ষিণ আফ্রিকা সিরিজে এক ফিফটি আর এক সেঞ্চুরিতে বাবর করেছেন ২১০ রান। টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই পাঁচ নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । আগের মতোই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান। বাবরকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে অ্যারন ফিঞ্চের অবস্থান তিন নম্বরে। চারে রয়েছেন ডেভন কনওয়ে। কোহলি নিজের জায়গা ধরে রাখলেও পিছিয়েছেন লোকেশ রাহুল। তিনি ছয় থেকে নেমে গেলেন সাত নম্বরে।

বাবরের মতো ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও এগিয়েছেন আরেক পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৭ ধাপ এগিয়ে এখন ৩৩তম এই পাকিস্তানি ওপেনার। রাংকিয়ে উন্নতি হয়েছে মোহাম্মদ রিজওয়ানেরও । আট ধাপ এগিয়ে ১৫ নাম্বারে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল রিজওয়ানের । সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানে অপরাজিত ছিলেন, তৃতীয় ম্যাচেও করেছেন ৭৩।

এগিয়েছে তিন পেসার ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ আর হারিস রউফ। ক্যারিয়ারসেরা ১১তম অবস্থানে থাকা শাহিন শাহ আফ্রিদীর অবস্থান অপরিবর্তিত। উন্নতি হয়েছে জর্জ লিন্ডের। দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি স্পিনার ৭৮ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে উঠে এসেছেন। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এইডেন মার্করাম ও ইয়েনেমান মালানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত