Ajker Patrika

রবির সঙ্গে কত কোটি টাকার চুক্তি বিসিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৫৪
রবির সঙ্গে কত কোটি টাকার চুক্তি বিসিবির

সহজেই স্পনসর পাচ্ছিল না বিসিবি। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে স্পনসর নেই বাংলাদেশ দলের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট সিরিজ, ফিরতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ স্পনসর ছাড়াই খেলেছেন শান্ত-হৃদয়রা। একটু দেরি হলেও অবশেষে পুরোনো বন্ধু মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবিকে স্পনসর হিসেবে পেয়েছে বিসিবি। 

রবি আগামী সাড়ে তিন বছরের জন্য বিসিবির স্পনসর-স্বত্ব পেয়েছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করেছে বিসিবি। বিষয়টি গতকাল আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু এবং রবির হেড অব মিডিয়া গাজী ইমরান আল আমিন। বিসিবির সঙ্গে রবির যাত্রা শুরু হচ্ছে আগামী মাসের শ্রীলঙ্কা সিরিজ থেকে। 

বিসিবি সূত্র জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত রবির সঙ্গে চুক্তির মেয়াদ। গত বছর ২৭ সেপ্টেম্বর স্পনসরশিপের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। জানা গেছে, দরপত্রে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই স্পনসর হতে আগ্রহ দেখায়নি। পরে আগ্রহী হয় রবি। এবার চুক্তির অর্থের অঙ্কটা ৫০ কোটি টাকা বলে বিসিবি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। অথচ ২০১৭ সালে রবির সঙ্গে বিসিবির সবশেষ চুক্তি ৬০ কোটি পেরিয়েছিল। 

বাংলাদেশের ছেলে ও মেয়েদের জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পনসর হিসেবে থাকবে রবি। এর আগে ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল রবি। যদিও শেষ চুক্তিটির মেয়াদ ছিল ২০১৯ সালের জুন পর্যন্ত। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সেবার সরে এসেছিল রবি। তার কারণ ছিল, তারকা ক্রিকেটাররা রবির বাইরে অন্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ও বিজ্ঞাপনী চুক্তিতে কাজ করছিলেন। আপত্তি তুলে সরে যায় রবি। এবার বিসিবি-রবির ইনিংস কত দূর যায়, সেটিই দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত