সাধারণত ফাস্ট রেডিও বার্স্ট হলো এমন এক ধরনের রেডিও তরঙ্গ, যা মাত্র মিলিসেকেন্ড সময় পরিমাণ স্থায়ী হয় এবং এসব তরঙ্গের উৎস সহজেই খুঁজে বের করা যায় না। পৃথিবীতে প্রথম কোনো ফাস্ট রেডিও বার্স্ট ধরা পড়ে ২০০৭ সালে।
গতকাল বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক জার্নাল সায়েন্সে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ওই রেডিও তরঙ্গের নাম রাখা হয়েছে ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি)-২০২২০৬১০ এ। এটি মিলিসেকেন্ডেরও কম সময় স্থায়ী ছিল। কিন্তু এই তরঙ্গ যে পরিমাণ শক্তি নির্গত করেছে, তা আমাদের সূর্য একক যেকোনো তরঙ্গ যে পরিমাণ শক্তি নির্গত করে তার ৩০ বছরের সমষ্টির সমান।
সাধারণত অধিকাংশ ফাস্ট রেডিও বার্স্ট অনেক বেশি উজ্জ্বল আলোকপ্রভা সৃষ্টি করে। কিন্তু তা মিলিসেকেন্ড বা তারও কম সময় স্থায়ী হওয়ায় খুব দ্রুত মিলিয়ে যায় এবং এ কারণে এ ধরনের তরঙ্গকে পর্যবেক্ষণ করা কঠিন। রেডিও টেলিস্কোপ দিয়ে এসব তরঙ্গ পর্যবেক্ষণ করা গেলেও তা এসব তরঙ্গের বৈশিষ্ট্য জানার জন্য পর্যাপ্ত সময় নয়।
অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী অস্ট্রেলিয়ান স্কয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার (এএসকেএপি) নামে একটি টেলিস্কোপের সাহায্যে এই তরঙ্গ শনাক্ত করেছেন। এই টেলিস্কোপ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ওয়াজারি ইয়ামাজি কাউন্টিতে অবস্থিত। এই রেডিও তরঙ্গ শনাক্ত করার বিষয়ে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ার ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. স্টুয়ার্ট রেইডার বলেন, ‘আমরা আগেও এএসকেএপি ব্যবহার করে এমন তরঙ্গ কোথা থেকে এসেছে তা শনাক্ত করেছি।’
তবে এবার যে তরঙ্গটি শনাক্ত হয়েছে, তার উৎস এখনো জানা যায়নি। তবে বিজ্ঞানীরা পর্যবেক্ষণের ভিত্তিতে অনুমান করছেন, এই তরঙ্গ এমন কোনো শক্তিশালী বস্তু থেকে আগত, যা আবার কোনো একটি তারার বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, ফাস্ট রেডিও বার্স্ট বা দ্রুত রেডিও বিস্ফোরণর ফলে সৃষ্ট রেডিও তরঙ্গ ব্যবহার করে দুটি গ্যালাক্সির মধ্যকার বস্তুর ভর পরিমাপ করে মহাবিশ্বের ভর নির্ণয়ের ক্ষেত্রে এগিয়ে যাওয়া যেতে পারে।
সাধারণত ফাস্ট রেডিও বার্স্ট হলো এমন এক ধরনের রেডিও তরঙ্গ, যা মাত্র মিলিসেকেন্ড সময় পরিমাণ স্থায়ী হয় এবং এসব তরঙ্গের উৎস সহজেই খুঁজে বের করা যায় না। পৃথিবীতে প্রথম কোনো ফাস্ট রেডিও বার্স্ট ধরা পড়ে ২০০৭ সালে।
গতকাল বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক জার্নাল সায়েন্সে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ওই রেডিও তরঙ্গের নাম রাখা হয়েছে ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি)-২০২২০৬১০ এ। এটি মিলিসেকেন্ডেরও কম সময় স্থায়ী ছিল। কিন্তু এই তরঙ্গ যে পরিমাণ শক্তি নির্গত করেছে, তা আমাদের সূর্য একক যেকোনো তরঙ্গ যে পরিমাণ শক্তি নির্গত করে তার ৩০ বছরের সমষ্টির সমান।
সাধারণত অধিকাংশ ফাস্ট রেডিও বার্স্ট অনেক বেশি উজ্জ্বল আলোকপ্রভা সৃষ্টি করে। কিন্তু তা মিলিসেকেন্ড বা তারও কম সময় স্থায়ী হওয়ায় খুব দ্রুত মিলিয়ে যায় এবং এ কারণে এ ধরনের তরঙ্গকে পর্যবেক্ষণ করা কঠিন। রেডিও টেলিস্কোপ দিয়ে এসব তরঙ্গ পর্যবেক্ষণ করা গেলেও তা এসব তরঙ্গের বৈশিষ্ট্য জানার জন্য পর্যাপ্ত সময় নয়।
অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী অস্ট্রেলিয়ান স্কয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার (এএসকেএপি) নামে একটি টেলিস্কোপের সাহায্যে এই তরঙ্গ শনাক্ত করেছেন। এই টেলিস্কোপ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ওয়াজারি ইয়ামাজি কাউন্টিতে অবস্থিত। এই রেডিও তরঙ্গ শনাক্ত করার বিষয়ে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ার ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. স্টুয়ার্ট রেইডার বলেন, ‘আমরা আগেও এএসকেএপি ব্যবহার করে এমন তরঙ্গ কোথা থেকে এসেছে তা শনাক্ত করেছি।’
তবে এবার যে তরঙ্গটি শনাক্ত হয়েছে, তার উৎস এখনো জানা যায়নি। তবে বিজ্ঞানীরা পর্যবেক্ষণের ভিত্তিতে অনুমান করছেন, এই তরঙ্গ এমন কোনো শক্তিশালী বস্তু থেকে আগত, যা আবার কোনো একটি তারার বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, ফাস্ট রেডিও বার্স্ট বা দ্রুত রেডিও বিস্ফোরণর ফলে সৃষ্ট রেডিও তরঙ্গ ব্যবহার করে দুটি গ্যালাক্সির মধ্যকার বস্তুর ভর পরিমাপ করে মহাবিশ্বের ভর নির্ণয়ের ক্ষেত্রে এগিয়ে যাওয়া যেতে পারে।
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘ক্রু-১১’ মিশনের মাধ্যমে চারজন নভোচারী একটি ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন। গত ১ আগস্ট উৎক্ষেপণ হওয়া এই অভিযানে নভোচারীরা সঙ্গে নিয়েছেন রোগ সৃষ্টিকারী কয়েকটি ব্যাকটেরিয়া।
১ দিন আগেচাঁদের মাটিতে ২০৩০ সালের মধ্যে পারমাণবিক চুল্লি স্থাপনের নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে নাসা। এই পদক্ষেপ চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার উচ্চাভিলাষের অংশ। কারণ, মানুষের বসবাসের জন্য সেখানে নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
২ দিন আগেআমরা যখন ‘নাসা’ নিয়ে ভাবি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে রকেট আর মহাকাশ অভিযান। এটিই স্বাভাবিক, কারণ মহাকাশ-সংক্রান্ত নাসার অন্যান্য অর্জনই সংবাদমাধ্যমে বেশি প্রকাশ পায়। তবে অনেকেই জানেন না, নাসার রকেট বা মহাকাশযানের পাশাপাশি নিজস্ব যুদ্ধবিমানের বহর রয়েছে।
৪ দিন আগেচেক প্রজাতন্ত্রের দক্ষিণ মোরাভিয়া অঞ্চলের এক প্রাগৈতিহাসিক খনিতে ছয় হাজার বছর আগে শ্রমজীবী দুই বোনের জীবনের রহস্য উদ্ঘাটন করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। নতুন গবেষণার ভিত্তিতে এই দুই নারীর ‘হাইপাররিয়েলিস্টিক’ বা ৩ডি মুখাবয়ব পুনর্গঠন করা হয়েছে।
৪ দিন আগে