বিধ্বস্ত হওয়া রুশ চন্দ্রযান লুনা–২৫ চাঁদের বুকে ১০ মিটার চওড়া গর্তের সৃষ্টি করেছে। সেই গর্তের ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত মাসে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সময় মহাকাশযানটি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় ৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠায় রাশিয়া। মহাকাশযানটি ১৯ আগস্ট নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে। অনেকে মনে করছেন, এই অভিযান সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানের সাফল্যকে ম্রিয়মাণ করেছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশযান ‘ন্যাশনাল আরোনটিকস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস লুনার রিকনেসান্স অরবিটার (এলআরও) ’ চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্তের ছবি তুলেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার লুনা–২৫ মহাকাশযানটি চাঁদে বিধ্বস্তের কারণে এই গর্ত সৃষ্টি হয়েছে।
নাসা বলছে, আপাতদৃষ্টিতে নতুন এই গর্তের ব্যস ১০ মিটার। লুনা–২৫ যেখানে বিধ্বস্ত হয়েছে তার কাছেই এই গর্ত। তাই এলআরও টিম বলছে, এই গর্ত প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি বরং রুশ মহাকাশযানটি ধ্বংসের প্রভাবে তৈরি হয়েছে।
রাশিয়া বলেছে, লুনা–২৫ বিধ্বস্তের কারণ তদন্তে বিশেষ আন্তবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে।
এর আগেও অনেক দেশের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীতল যুদ্ধের সময়ে মহাকাশে রাশিয়ার প্রথম মানুষ পাঠানোর সাফল্যকে এই অভিযান ম্রিয়মাণ করেছে।
উল্লেখ্য, পৃথিবীকে প্রদক্ষিণের জন্য রাশিয়া সর্বপ্রথম ১৯৫৭ সালে স্পুতনিক–১ স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ১৯৬১ সালে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
বিধ্বস্ত হওয়া রুশ চন্দ্রযান লুনা–২৫ চাঁদের বুকে ১০ মিটার চওড়া গর্তের সৃষ্টি করেছে। সেই গর্তের ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত মাসে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সময় মহাকাশযানটি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় ৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠায় রাশিয়া। মহাকাশযানটি ১৯ আগস্ট নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে। অনেকে মনে করছেন, এই অভিযান সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানের সাফল্যকে ম্রিয়মাণ করেছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশযান ‘ন্যাশনাল আরোনটিকস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস লুনার রিকনেসান্স অরবিটার (এলআরও) ’ চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্তের ছবি তুলেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার লুনা–২৫ মহাকাশযানটি চাঁদে বিধ্বস্তের কারণে এই গর্ত সৃষ্টি হয়েছে।
নাসা বলছে, আপাতদৃষ্টিতে নতুন এই গর্তের ব্যস ১০ মিটার। লুনা–২৫ যেখানে বিধ্বস্ত হয়েছে তার কাছেই এই গর্ত। তাই এলআরও টিম বলছে, এই গর্ত প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি বরং রুশ মহাকাশযানটি ধ্বংসের প্রভাবে তৈরি হয়েছে।
রাশিয়া বলেছে, লুনা–২৫ বিধ্বস্তের কারণ তদন্তে বিশেষ আন্তবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে।
এর আগেও অনেক দেশের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীতল যুদ্ধের সময়ে মহাকাশে রাশিয়ার প্রথম মানুষ পাঠানোর সাফল্যকে এই অভিযান ম্রিয়মাণ করেছে।
উল্লেখ্য, পৃথিবীকে প্রদক্ষিণের জন্য রাশিয়া সর্বপ্রথম ১৯৫৭ সালে স্পুতনিক–১ স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ১৯৬১ সালে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
আকাশপ্রেমীদের জন্য দারুণ এক সন্ধ্যা অপেক্ষা করছে ২৮ জুলাই সোমবার। এদিন সূর্যাস্তের প্রায় ৪৫ মিনিট পর পশ্চিম আকাশে দেখা মিলবে চাঁদ ও মঙ্গল গ্রহের অসাধারণ সংযোগের। একে বলা হচ্ছে গ্রীষ্মের সবচেয়ে সুন্দর রাত—কারণ একই রাতে আকাশে দেখা যাবে একাধিক উল্কাবৃষ্টি।
৯ ঘণ্টা আগেপ্রায় সাড়ে ৮ লাখ বছর আগে একটি ছোট শিশুকে কেটে হত্যা ও ভক্ষণ করা হয়েছিল। স্পেনের উত্তরে আতাপুয়েরকা অঞ্চলের গ্রান দোলিনা গুহায় পাওয়া শিশুর একটি গলার হাড়ে কাটা দাগের বিশ্লেষণ করে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন গবেষকেরা।
১০ ঘণ্টা আগেমহাকাশে নতুন দুই স্যাটেলাইট পাঠালো নাসা। স্যাটেলাটি দুটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সূর্য থেকে আসা তড়িৎ-আধানযুক্ত সৌর বাতাসের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করবে। এই প্রক্রিয়ার ফলেই তৈরি হয় ‘স্পেস ওয়েদার’ বা মহাকাশ আবহাওয়া, যা কখনো কখনো স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ হত
২ দিন আগেশতাব্দীর পর শতাব্দী ধরে সস্তা ধাতু থেকে সোনা তৈরির চেষ্টা করেছেন বহু মানুষ। মধ্যযুগীয় ইউরোপে ধন-সম্পদ ও মর্যাদার আশায় বহু মানুষ সোনা উৎপাদনের স্বপ্নে বিভোর ছিলেন। ‘ক্রাইসোপোইয়া’ নামে পরিচিত এই প্রক্রিয়াকে আজকাল অনেকে নিছক অলৌকিক কল্পনা মনে করেন। তবে আধুনিক বিজ্ঞান বলে ভিন্ন কথা।
৩ দিন আগে