নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর ভারত সফরে কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি ছাড়া আর কোনো দৃশ্যমান অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরং এই সফরে বাংলাদেশের চাইতে ভারত বেশি লাভবান হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের অর্জন কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি। এ ছাড়া আর দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। ভারতের জন্য দেখতে পাচ্ছি, ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের কাছ থেকে যানবাহন কেনার জন্য। বলা হয়েছে, সীমান্তে হত্যা জিরোতে আনা হবে। যেদিন এ কথা বলা হয়েছে, সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছে।’
ভারত গণতন্ত্রকামী মানুষের পাশে থাকবে আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময়ই গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক দেশগুলোও সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমাদের বিশ্বাস, ভারতের যে গণতান্ত্রিক চরিত্র, সেই চরিত্র তাদের বজায় থাকবে।’
আওয়ামী লীগ সারা দেশে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। ঠিক আগের মতো গায়েবি মামলা দেওয়া হচ্ছে। আমাদের তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। পাকুন্দিয়ায় মারাত্মকভাবে আহত ছাত্রদল নেতাকে গতকাল দেখতে গিয়েছিলাম, তার ফুসফুস, লিভার, কিডনিতে গুলিবিদ্ধ হয়েছে। এটা একটা ঘটনা। অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, কারও মাথা ফেটে গেছে। সারা দেশে আবারও রেইন অফ টেরর, সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে। সন্ত্রাস দিয়ে কখনো টিকে থাকা যায় না।’
আইনমন্ত্রী ও সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘তারা বলতে শুরু করেছেন, আমরা তো সভা, মিছিলে বাধা দেব না। কিন্তু বিএনপি যদি সন্ত্রাসী কাজ করে...বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। এখন পর্যন্ত কোনো মিডিয়ায় বিএনপির কোনো সন্ত্রাসের চিত্র আসেনি। সন্ত্রাসের যা চিত্র এসেছে, আওয়ামি লীগের। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচিতে চড়াও হয়েছে। জনগণের শক্তি দিয়েই একে আমরা পরাজিত করব।’
বিএনপির মহাসচিব বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি, ভোলা ও নারায়ণগঞ্জে আমাদের কর্মীদের হত্যার প্রতিবাদে আমরা আন্দোলন করছি, সেখানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী অত্যাচার-নির্যাতন করে আবারও আগের মতো অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করছে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতন করছে। এই ভয়াবহ ব্যবস্থার মধ্যেও গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। আমরা বিশ্বাস করি, এই লড়াইয়ে এই ভয়াবহ, দানবীয় কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করতে সক্ষম হব।’
আওয়ামী লীগ তাদের একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য জনগণের ওপর স্টিমরোলার চালাচ্ছে দাবি করে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। এখনো অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে আটক করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে।’
রানি এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন কিংবদন্তি রানি ছিলেন। দীর্ঘকালের একটি ঐতিহ্য চলে গেলেন। তাঁর ৭০ বছরের রাজত্বে গণতন্ত্রের যে বিকাশ, রক্ষণাবেক্ষণ, সুরক্ষা ব্রিটেনে দেখেছি এবং গণতান্ত্রিক যে বিশ্ব পরিমণ্ডল, সেখানেও তা ছড়িয়ে পড়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর ভারত সফরে কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি ছাড়া আর কোনো দৃশ্যমান অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরং এই সফরে বাংলাদেশের চাইতে ভারত বেশি লাভবান হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের অর্জন কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি। এ ছাড়া আর দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। ভারতের জন্য দেখতে পাচ্ছি, ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের কাছ থেকে যানবাহন কেনার জন্য। বলা হয়েছে, সীমান্তে হত্যা জিরোতে আনা হবে। যেদিন এ কথা বলা হয়েছে, সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছে।’
ভারত গণতন্ত্রকামী মানুষের পাশে থাকবে আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময়ই গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক দেশগুলোও সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমাদের বিশ্বাস, ভারতের যে গণতান্ত্রিক চরিত্র, সেই চরিত্র তাদের বজায় থাকবে।’
আওয়ামী লীগ সারা দেশে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। ঠিক আগের মতো গায়েবি মামলা দেওয়া হচ্ছে। আমাদের তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। পাকুন্দিয়ায় মারাত্মকভাবে আহত ছাত্রদল নেতাকে গতকাল দেখতে গিয়েছিলাম, তার ফুসফুস, লিভার, কিডনিতে গুলিবিদ্ধ হয়েছে। এটা একটা ঘটনা। অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, কারও মাথা ফেটে গেছে। সারা দেশে আবারও রেইন অফ টেরর, সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে। সন্ত্রাস দিয়ে কখনো টিকে থাকা যায় না।’
আইনমন্ত্রী ও সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘তারা বলতে শুরু করেছেন, আমরা তো সভা, মিছিলে বাধা দেব না। কিন্তু বিএনপি যদি সন্ত্রাসী কাজ করে...বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। এখন পর্যন্ত কোনো মিডিয়ায় বিএনপির কোনো সন্ত্রাসের চিত্র আসেনি। সন্ত্রাসের যা চিত্র এসেছে, আওয়ামি লীগের। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচিতে চড়াও হয়েছে। জনগণের শক্তি দিয়েই একে আমরা পরাজিত করব।’
বিএনপির মহাসচিব বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি, ভোলা ও নারায়ণগঞ্জে আমাদের কর্মীদের হত্যার প্রতিবাদে আমরা আন্দোলন করছি, সেখানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী অত্যাচার-নির্যাতন করে আবারও আগের মতো অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করছে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতন করছে। এই ভয়াবহ ব্যবস্থার মধ্যেও গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। আমরা বিশ্বাস করি, এই লড়াইয়ে এই ভয়াবহ, দানবীয় কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করতে সক্ষম হব।’
আওয়ামী লীগ তাদের একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য জনগণের ওপর স্টিমরোলার চালাচ্ছে দাবি করে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। এখনো অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে আটক করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে।’
রানি এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন কিংবদন্তি রানি ছিলেন। দীর্ঘকালের একটি ঐতিহ্য চলে গেলেন। তাঁর ৭০ বছরের রাজত্বে গণতন্ত্রের যে বিকাশ, রক্ষণাবেক্ষণ, সুরক্ষা ব্রিটেনে দেখেছি এবং গণতান্ত্রিক যে বিশ্ব পরিমণ্ডল, সেখানেও তা ছড়িয়ে পড়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সমর্থক ২২ আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ তাঁদের জামিন দেন।
২ ঘণ্টা আগেনিবন্ধন ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতিনিধিদল। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বুধবার বিকেলে এই বৈঠকে পিডিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব হারুন আল রশিদ খান।
৩ ঘণ্টা আগেখ্যাতিমান চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবার সরাসরি রাজনীতিতে অংশ নিতে যাচ্ছেন। ২৫ এপ্রিল তিনি ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে জানা গেছে। এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পর এবার তিনি সরাসরি
৪ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি
৪ ঘণ্টা আগে