Ajker Patrika

দেশে কোনো নিরপেক্ষ বিচার নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯: ৩৯
দেশে কোনো নিরপেক্ষ বিচার নেই: রিজভী

দেশে কোনো নিরপেক্ষ বিচার নেই। আইন, জজ, বিচারক, প্রশাসন শেখ হাসিনার আঁচলে বন্দী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় তিনি আরও বলেন, যখন শেখ হাসিনার সঙ্গে প্রধান বিচারপতির কন্ট্রাডিকশন হয়নি তখন কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা হয়নি। যখন তাঁকে (সিনহা) দেশ থেকে বের করে দিল তখন তাঁর বিরুদ্ধে মামলা হলো সাজা হলো। এ থেকে বোঝা যায়, আইন, জজ, বিচারক, প্রশাসন শেখ হাসিনার আঁচলে বন্দী। কোনো নিরপেক্ষ বিচার নেই। 

আইনমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি বলেছেন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। যে মামলার কোনো স্বাক্ষর নেই, কোনো প্রমাণ নেই অন্যায়ভাবে সেই মামলায় সাজা দিয়েছেন। এই অন্যায় সাজার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাথানত করবেন না। আইনমন্ত্রী প্রায় আইনি প্রক্রিয়ার কথা বলেন। কোন আইনি প্রক্রিয়াই জাস্টিস সিনহাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন? এবং জজকোর্টের জজ মুতাহার সাহেবকে প্রাণের ভয়ে পালিয়ে যেতে হয়েছে? এটার কোনো উত্তর দিতে পারেননি আইনমন্ত্রী।’ 

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আপনারা এত দুর্নীতি করেছেন যে কখনো অকপটে প্রকাশ্যে আপনার মন্ত্রীরা বলে থাকেন। সাবেক শিক্ষামন্ত্রী বলেছিলেন, দুর্নীতি করেন সহনীয় পর্যায়ে করেন।’ 

রিজভী বলেন, ‘অর্থমন্ত্রী বললেন, ৪ হাজার কোটি টাকা কোনো টাকাই না। তারপরে আপনারা সাধু-সন্ন্যাসী ধোয়া তুলসীপাতা? আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা দুর্নীতিকে প্রকাশ্যে বৈধতা দিচ্ছেন, তারপরও তাঁরা ধোয়া তুলসীপাতা।’ 

ব্যতিক্রমী উৎসব আমেজে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম বলেন, ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে মুক্তির তাড়নায় দেশবাসী ছটফট করছে। 

গণতন্ত্রহীনতার বিভীষিকা থেকে জাতি মুক্তি চায়। গুমরে কাঁদছে লাখো রাজনৈতিক কর্মীদের পরিবার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোড়া জনজীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। বিজয়ের আনন্দ আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 

এ ছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন এনডিপির চেয়ারম্যান কারি মো. আবু তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মাওলানা কামাল উদ্দিন জাফরী, মেজর (অব.) মো. হানিফ, পার্টির স্থায়ী কমিটির সদস্য ফোরকান ইবরাহিম, ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান নাসিরসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত