Ajker Patrika

বিএনপি নেতাদের জন্য এক্সট্রা ডোজ রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতাদের জন্য এক্সট্রা ডোজ রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

সরকার করোনা ভাইরাসের বুস্টার ডোজ টিকা দিয়েছে, এখন বিএনপি নেতাদের জন্য এক্সট্রা ডোজ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার বিএনপির সারা দেশে বিক্ষোভ সমাবেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও সমাবেশে এ কথা বলেন তথ্যমন্ত্রী। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। 

হাছান মাহমুদ বলেন, ‘আমি কাগজে দেখলাম মির্জা ফখরুল ও মির্জা আব্বাস সাহেব হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি তাদের রোগমুক্তি কামনা করি। রোগ মুক্তি লাভ করে আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখুক সেটাই চাই। আমাদের সরকার করোনা ভাইরাসের তিনটা টিকা দিয়েছে। এখন এক্সট্রা ডোজও একটা দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর বাবু, মির্জা আব্বাসসহ ওদের নেতাদের জন্য আমরা এক্সট্রা ডোজ রেখেছি। আপনারা এক্সট্রা ডোজ নেন। সুস্থ থাকুন সরকারের সমালোচনা করুন। কিন্তু দেশে অশান্তি সৃষ্টি করবেন না। তাহলে দেশের মানুষ প্রতিহত করবে।’ 
 
জেল থেকে বের হওয়ার পরে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের সুর পাল্টেছে বলে দাবি করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তাঁরা বলছেন আমরা সরকারকে ধাক্কা দিতে চায় না। ধাক্কা দিতে গিয়ে তাঁরা নিজেরাই পড়ে গেছে। সেই জন্য এখন লাইনে এসেছেন।’ 

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি বলেছিল আমরা পদ্মাসেতু করতে পারব না। এখন তাঁরা গোপনে পদ্মাসেতুর ওপারে যায়। গিয়ে আমাদের বিরুদ্ধে বক্তৃতা করে। মেট্রোরেলে সমগ্র বাংলাদেশ খুশি। পদ্মাসেতুতে গোপনে উঠেছেন (বিএনপি)। করোনা টিকার বিরুদ্ধেও অপবাদ দিয়ে গোপনে টিকা নিয়েছিলেন। এখন আমরা অপেক্ষায় আছি কখন আপনারা মেট্রোরেলে চড়বেন।’ 
 
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচন, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে। তাঁদের কর্মসূচি থেকে সহিংসতা হতে পারে দাবি করে আজ রাজধানীতে অবস্থান ও সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একই দাবিতে বিকেলে ভাটারা নতুনবাজারে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এদিকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত