বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও প্রশ্ন উঠল। আর জবাবে বরাবরের মতোই কৌশলী উত্তর এসেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) দুপুরে এই সংবাদ সম্মেলন হয়।
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে হাজার হাজার মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার যদি বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মোবাইল ফোন তল্লাশি, গ্রেপ্তার ও হাজার হাজার মামলাসহ বিরোধীদের সমাবেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। এমনকি নিষ্ক্রিয় বিরোধী নেতাদেরও বর্তমান সরকার রেহাই না দেয়। সে ক্ষেত্রে বাংলাদেশে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার ক্ষুণ্ন করছে, তাদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে কি?
জবাবে কোনো নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রাক্মূল্যায়ন করে না জানিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য গত ২৪ মে জারি করা হয় ঘোষিত ‘ভিসা নীতি’র আবারও ব্যাখ্যা করেন ম্যাথিউ মিলার।
তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারী কর্মের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতা করে জনগণকে সংঘবদ্ধ হওয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থেকে বিরত রাখা এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা মিডিয়াকে মতামত প্রচারে বিরত রাখা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে মানবাধিকারকর্মীরা সরকারি ও বেসরকারিভাবে হুমকি, হয়রানি ও বিচার প্রক্রিয়ার শিকার হচ্ছেন বলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, ৮৬ শতাংশ মানবাধিকারকর্মী বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এ ছাড়া এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হওয়ায় তাঁদের অর্থায়নও সরকারের হাতের মুঠোয়। এতে অনেক আন্তর্জাতিক সাহায্য গ্রহীতা সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকারকর্মীরা তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না।
এ ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী যুক্তরাষ্ট্র বিষয়টিকে উদ্বেগজনক মনে করে কি না, তার জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা মানবাধিকারের ওপর যেকোনো বিধিনিষেধের বিরোধিতা করি। এর চেয়ে আর কোনো নির্দিষ্ট মন্তব্য নেই।’
বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও প্রশ্ন উঠল। আর জবাবে বরাবরের মতোই কৌশলী উত্তর এসেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) দুপুরে এই সংবাদ সম্মেলন হয়।
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে হাজার হাজার মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার যদি বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মোবাইল ফোন তল্লাশি, গ্রেপ্তার ও হাজার হাজার মামলাসহ বিরোধীদের সমাবেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। এমনকি নিষ্ক্রিয় বিরোধী নেতাদেরও বর্তমান সরকার রেহাই না দেয়। সে ক্ষেত্রে বাংলাদেশে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার ক্ষুণ্ন করছে, তাদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে কি?
জবাবে কোনো নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রাক্মূল্যায়ন করে না জানিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য গত ২৪ মে জারি করা হয় ঘোষিত ‘ভিসা নীতি’র আবারও ব্যাখ্যা করেন ম্যাথিউ মিলার।
তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারী কর্মের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতা করে জনগণকে সংঘবদ্ধ হওয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থেকে বিরত রাখা এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা মিডিয়াকে মতামত প্রচারে বিরত রাখা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে মানবাধিকারকর্মীরা সরকারি ও বেসরকারিভাবে হুমকি, হয়রানি ও বিচার প্রক্রিয়ার শিকার হচ্ছেন বলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, ৮৬ শতাংশ মানবাধিকারকর্মী বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এ ছাড়া এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হওয়ায় তাঁদের অর্থায়নও সরকারের হাতের মুঠোয়। এতে অনেক আন্তর্জাতিক সাহায্য গ্রহীতা সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকারকর্মীরা তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না।
এ ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী যুক্তরাষ্ট্র বিষয়টিকে উদ্বেগজনক মনে করে কি না, তার জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা মানবাধিকারের ওপর যেকোনো বিধিনিষেধের বিরোধিতা করি। এর চেয়ে আর কোনো নির্দিষ্ট মন্তব্য নেই।’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি কখনো কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই, ভবিষ্যতেও সমর্থন করবে না। বরং মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, দেশ পরিচালনা
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা দোসরেরাই শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদরের ঘোষের বাজার এলাকায় পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনকালে তিনি এ দাবি করেন।
৩ ঘণ্টা আগেগত ১৫ বছরে লোপাটের মাধ্যমে পুঁজিবাজারকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ: প্রস্তুতি ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গেস্ট অব অনার হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
৫ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাবে মত–দ্বিমত জানানোর মাধ্যমে প্রথম ধাপের সংলাপ শেষ করলো বিএনপি। রাষ্ট্র পরিচালনায় ঝুঁকি এবং নির্বাহী বিভাগকে দুর্বল করতে পারে মনে করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলে (এনসিসি) একমত হয়নি দলটি। ডকট্রিন অব নেসেসিটি (প্রয়োজনের নিরিখে) বিবেচনায় রেখে প্রবীণতম তিনজন...
১৭ ঘণ্টা আগে