Ajker Patrika

মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল বিএনপির প্রার্থী ইউসুফ

মারুফ কিবরিয়া, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৪: ২৫
মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল বিএনপির প্রার্থী ইউসুফ

‘মার্কা কী, সোনালি আঁশ’—এমন আরও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মিছিলসহ মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলেন ঢাকা-৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে প্রায় অর্ধশত নেতা-কর্মী ছিলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। সেই সঙ্গে দলীয় প্রতীকের নাম উচ্চারণ করে মিছিলও করেন নেতা-কর্মীরা। মিছিলে দলের নেতা-কর্মীদের পাশাপাশি তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারও অংশ নেন।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমার সময় পাঁচজনের বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না। এ ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, জানতে চাইলে তৃণমূল বিএনপির এই নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মনে করি না এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। ভোট একটি উৎসব। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।’

ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত